• শহর তখন বৃষ্টিপ্লাবিত! ৩ যুবককে নিয়ে স্কুটি সোজা গিয়ে পড়ল আবাসনের পুকুরে...
    ২৪ ঘন্টা | ০৮ মে ২০২৪
  • সন্দীপ প্রামাণিক: প্রথম বৃষ্টিভেজা দিনের আনন্দে এসে মিশল অশ্রুধারা। বৃষ্টির আনন্দ উপভোগ করতে গিয়ে মৃত্যু হল এক যুবক ও এক কিশোরের। ঘটনাটি ঘটেছে হরিদেবপুরে।দীর্ঘ প্রতীক্ষার পরে গত সন্ধ্যায় কলকাতায় বৃষ্টি হল আর সেই বৃষ্টি উপভোগ করতে রাস্তায় বেরলেন দুই যুবক ও এক কিশোর। তাঁরা হরিদেবপুর থানা এলাকার কৈলাস ঘোষ রোডের ফিলিপ আবাসনের বাসিন্দা। তিনজনেই একটি স্কুটি করে আবাসনের ভিতরের রাস্তায় বৃষ্টির মধ্যেই  স্কুটি নিয়ে ঘুরছিলেন। হঠাৎই স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে আবসনের একটি বড় পুকুরের মধ্যে পড়ে যায়। বিকট শব্দ শুনে বেরিয়ে আসেন আবাসনের এক মহিলা। তিনিই প্রথম দেখতে পান ঘটনাটি এবং ওই মহিলাই এক যুবককে উদ্ধার করতে সক্ষম হন। তবে বাকি দুই যুবক পুকুরে তলিয়ে যায়।

    সঙ্গে সঙ্গে হরিদেবপুর থানা এবং দমকলে খবর দেওয়া হয়। দমকলের কর্মীরা এসে খোঁজ শুরু করেন। পরে ডিজিএম আধিকারিকদের খবর দেওয়া হলে তাঁদের তত্ত্বাবধানে বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় বাকি দুজনকে পুকুর থেকে উদ্ধার করা সম্ভব হয়। তাঁদের এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজন যুবককে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। একজনের নাম অমিত সিং (২২), অন্য জনের নাম তানিশ প্রসাদ (১৫)। পুকুর থেকে ওই স্কুটিটিও উদ্ধার করা হয়। ইতিমধ্যেই হরিদেবপুর থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে আবাসনা শোকের ছায়া।এদিকে জানা গেল মঙ্গলবারের বিকেলের আবহাওয়ার আপডেটও। বলা হয়েছে, আজ, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। দক্ষিণবঙ্গের বাঁকুড়া এবং উত্তরবঙ্গের মালদা ও দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া। দ্বিতীয় ও তৃতীয় দিন বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। চতুর্থ দিন শুক্রবার বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায়। বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় এবং উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলায়। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া। পঞ্চম দিন শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হবে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলায় এবং উত্তরবঙ্গে বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ের সম্ভাবনা।
  • Link to this news (২৪ ঘন্টা)