নব্যেন্দু হাজরা: মেট্রোর টিকিট কাটতে গেলেই খুচরো নিয়ে সমস্যা। টিকিট কাউন্টারে নিত্যদিনের অশান্তি। সেই ঝঞ্ঝাট থেকে মুক্তি দিতে কোমর বেঁধেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এবার ইউপিআইয়ের (UPI) মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা করছে তারা। ইস্ট-ওয়েস্ট মেট্রোয় দ্রুতই চালু হচ্ছে এই প্রক্রিয়া। ইতিমধ্যে শিয়ালদহ মেট্রো স্টেশনে ট্রায়াল রান সেরে ফেলেছে।
কীভাবে কাজ করবে এই সিস্টেম?
আজ অর্থাৎ মঙ্গলবার কলকাতার মেট্রোর (Kolkata Metro) জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডির তত্ত্বাবধানে শিয়ালদহ মেট্রো স্টেশনে ট্রায়াল রান করা হয়। ইউপিআই চালু করতে মেট্রোকে সাহায্য করছে স্টেট ব্যাঙ্ক এবং সিআরআইএস। জানা গিয়েছে, প্রথমে গ্রিন লাইনে অর্থাৎ ইস্ট-ওয়েস্ট মেট্রোতে ইউপিআইয়ের মাধ্যমে টিকিট কাটার সিস্টেম চালু করা হবে। এর পর ক্রমানুসারে ব্লু, পার্পল এবং অরেঞ্জ লাইনে বিষয়টি বাস্তবায়ন হবে। কমবে খুচরো নিয়ে রোজকার ঝঞ্ঝাট।