জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কয়েক জায়গায় বিক্ষিপ্ত অশান্তি। তবে মোটের উপর রাজ্যে তৃতীয় দফার ভোট শান্তিপূর্ণ। রাজভবনে পিসরুমে জমা পড়ল না একটি অভিযোগ!
বাংলার এবার লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল প্রথম দফায় ভোট হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। এরপর ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিংয়ে। আজ, মঙ্গলবার ছিল তৃতীয় দফা। ভোট হয়ে গেল মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর কেন্দ্রে। প্রথম ২ দফার ভোট যেমন হয়েছিল, এবারও ভোট হল তেমনই। অশান্তির তেমন কোনও খবর নেই।এর আগে, রাজভবনে নির্বাচনী পোর্টালের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়েছিল তৃণমূল। রাজ্যের শাসকদলের দাবি, রাজ্যে কার্যত সমান্তরাল ভোট প্রক্রিয়া চালাচ্ছেন রাজ্য়পাল। হস্তক্ষেপ করেছে কমিশনের কাজেও!