সকাল থেকেই মেঘলা আকাশ, আজও ঝেঁপে বৃষ্টি নামতে পারে কলকাতা সহ ৭ জেলায়
এই সময় | ০৮ মে ২০২৪
তীব্র দাবদাহের পর বৃষ্টির দেখা মিলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায়। এর ফলে এক ধাক্কায় বেশকিছুটা পারদ পতন হয়েছে। কিছুটা হলেও স্বস্তি এসেছে দক্ষিণবঙ্গবাসীর জীবনে। এখনও কয়েকদিন ঝড়বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে আপাতত কয়েকদিন সেই শরীরে জ্বালা ধরানো গরমের আশঙ্কা নেই বললেই চলে।আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা?আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আজও রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। সেক্ষেত্রে এদিন বৃষ্টি হতে পারে শহর কলকাতায়। এছাড়াও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। এছাড়াও এদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া ও পূর্ব মেদিনীপুরে।
এছাড়াও আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হতে পারে বৃষ্টিপাত। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো দমকা হাওয়া। শুক্রবার বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। শুক্রবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নদিয়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায়। এছাড়াও ওইদিন উত্তরবঙ্গের জলপাইগুড়িতেও হতে পারে ভারী বৃষ্টি। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশকিছু জেলায়। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনাতে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
তাপমাত্রা কেমন থাকবে?আগেই বলা হয়েছে, গত সোমবার থেকে ঝড়বৃষ্টির কারণে এক লাফে বেশ কয়েক ডিগ্রি কমেছে তাপমাত্রা। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আজ শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। আবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪.৬ ডিগ্রি কম।
উল্লেখ্য, চলতি সপ্তাহের সোমবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সন্ধে থেকে ব্যাপক ঝড়বৃষ্টি শুরু হয়, যা চলে গভীর রাত পর্যন্ত। যার ফলে তাপমাত্রা একধাক্কায় কমে যায় অনেকটাই। এরপর মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম ও সর্বনিম্ন তাপমাত্রা ২১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫.১ ডিগ্রি কম বলে জানান হয় হাওয়া অফিসের তরফে। স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা কম থাকার ধারাবাহিকতা আজ বুধবারও অব্যাহত।