• সরকার দাবি পূরণ করেনি, গুজরাটের ৩টি গ্রামে ভোট বয়কট বাসিন্দাদের ...
    আজকাল | ০৮ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সরকার দাবি পূরণ না করায় ভোট বয়কট করলেন গুজরাটের একাধিক গ্রামের বাসিন্দারা। তিনটি গ্রামে পুরোপুরি ভোট বয়কট করেন গ্রামবাসীরা। আরও কয়েকটি গ্রামে আংশিকভাবে ভোট বয়কট করা হয়েছে বলেই সূত্রের খবর। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বারুচ জেলার কেসার গ্রামে, সুরাটের সানাধারা, বানাসকাঁথার বাখারি গ্রামে মঙ্গলবার কেউ ভোট দেননি। এছাড়াও ভাটগাম, বোদোলি, কুনঝারা গ্রামেও অধিকাংশ বাসিন্দারা ভোটদান থেকে বিরত থেকেছেন। রাজনৈতিক দলের নেতারা, এমনকী প্রশাসন, ভোটকর্মীরা গ্রামবাসীদের ভোট দেওয়ার জন্য আবেদন করেন। তা সত্ত্বেও নিজেদের সিদ্ধান্তে অটল ছিলেন তাঁরা। ভোট বয়কটের কারণ কী? গ্রামবাসীদের দাবি, সরকারের কাছে নদীর উপর সেতু নির্মাণের জন্য আবেদন করেছিলেন। বারবার দাবি করলেও সরকার তা পূরণ করেনি। অতীতেও ভোট বয়কট করেছিলেন তাঁরা। দাবি না পূরণ হওয়া পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করবেন না বলেই জানিয়েছেন তাঁরা।
  • Link to this news (আজকাল)