• জেলায় জেলায় ৫০-৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! সমুদ্র থেকে ঢুকছে জলীয় বাষ্প: স্পেশাল বুলেটিন
    আজ তক | ০৮ মে ২০২৪
  • তৈরি হয়েছে বিশাল নিম্নচাপ এলাকা। ঘূর্ণির প্রভাব রয়েছে। বঙ্গোপসাগর থেকে দ্রুত ছুটে আসছে আর্দ্র বায়ু। এর ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি অব্যাহত থাকবে। ফলে চলতি সপ্তাহে আরও কয়েকদিন বৃষ্টি-ঝড়ের মধ্যে দিয়ে কাটবে বঙ্গবাসীর। আবহাওয়া দফতরের ৭ মে প্রকাশিত বুলেটিনে এমনটাই উল্লেখ করা হয়েছে। 
    একটি ঘূর্ণিঝড় সার্কুলেশন বাংলাদেশ এবং পার্শ্ববর্তী অঞ্চলের উপর অবস্থিত। অন্যদিকে অপর একটি ঘূর্ণি উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। দক্ষিণ ঝাড়খণ্ড থেকে পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত নিম্নচাপ এলাকাটি এখন উত্তর অভ্যন্তরীণ ওড়িশা থেকে দক্ষিণ পূর্ব রাজস্থান পর্যন্ত বিস্তৃত। 

    এমন অনুকূল সিনপটিক অবস্থায় বঙ্গোপসাগর থেকে শক্তিশালী আর্দ্র বায়ু দ্রুত বাংলায় প্রবেশ করবে। এর ফলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় সহ দমকা হাওয়ার গতি এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় বজ্রঝড় অব্যাহত থাকতে পারে।দক্ষিণবঙ্গ:

    উত্তরবঙ্গ:

    সতর্কতার অর্থ কী?

    পূর্বাভাসে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় ঝড়ের সম্ভাবনা জানানো হয়েছে। এর মানেই যে প্রতিটি জেলায় সব জায়গায় ঝড় হবে, এমনটা না। 
  • Link to this news (আজ তক)