Calcutta High Court : মুখ্যসচিবের মত চাইল হাইকোর্ট
এই সময় | ০৮ মে ২০২৪
এই সময়: স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সেক্রেটারির বিচারের জন্য কনসেন্ট কে দেবেন, তা নিয়ে মঙ্গলবারও জট কাটল না। এই বিষয়ে রাজ্যের মুখ্যসচিবের মতামত চাইল কলকাতা হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি ১১ জুন। ওই দিন রাজ্যের মুখ্যসচিবকে এই ব্যাপারে তাঁর বক্তব্য জানাতে হবে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে। অর্থাৎ, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, সৌমিত্র সরকার, অশোক সাহার মতো এসএসসি-র এক সময়কার চেয়ারম্যান, সেক্রেটারিদের বিচার সংক্রান্ত সরকারি অনুমোদনের বিষয়টি লোকসভা ভোটপর্ব না-মেটা পর্যন্ত আটকেই থাকছে।হাইকোর্টে এ দিনের শুনানিতে সিবিআই কৌঁসুলি ধীরজ ত্রিবেদী বলেন, ‘আইনে যে টুকু বলা আছে, তাতে চিফ সেক্রেটারির কাছে ওই অনুমোদনের জন্য আবেদন পাঠানো হবে। সেই আবেদন তাঁর কাছ থেকে রাজ্যপালের কাছে যাবে। কারণ, এসএসসি-র চেয়ারম্যান, সেক্রেটারিদের নিয়োগ করে স্ট্যাটিউটরি কমিটি। অন্য অফিসারদের নিয়োগ করে সরকার। ফলে, তাঁদের ক্ষেত্রে বিভাগীয় সচিব বা মুখ্যসচিব ওই অনুমোদন দিতে পারেন।’
সিবিআইয়ের ওই বক্তব্য শোনার পর বিচারপতি বাগচী রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে প্রশ্ন করেন, ‘মুখ্যসচিব কি রাজ্যপালকে সুপারিশ করতে পারেন? এই ব্যাপারে মুখ্যসচিবকে তাঁর মতামত জানাতে হবে। সিএস-কে জানাতে হবে, তিনি অনুমোদন দিতে পারেন কি না। নাকি অন্য কোনও অথরিটি? কে তিনি? আইন ঠিক কী বলছে, সেটা রাজ্যের থেকে জানা দরকার।’
আদালতের আরও প্রশ্ন, ‘পদাধিকার বলে রাজ্যপাল তাঁদের নিয়োগের ক্ষেত্রে প্রধান হলেও বিচারের অনুমোদন দেওয়ার ক্ষমতা কি সিএস-কে দিয়ে রেখেছেন? ডিএসপি পদমর্যাদার কোনও পুলিশ অফিসারের ক্ষেত্রে কী হবে? হোম সেক্রেটারি কি অনুমোদন দেবেন? নাকি সে ক্ষেত্রেও অনুমোদনের জন্য রাজ্যপালের কাছেই যাবে?’