• Rabindra Sarobar : রবীন্দ্র সরোবরে পোষ্য নিয়ে ঢোকায় নিষেধাজ্ঞা
    এই সময় | ০৮ মে ২০২৪
  • শহরের ফুসফুস বলে পরিচিত রবীন্দ্র সরোবরে পোষ্য নিয়ে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। মঙ্গলবার সকালে সরোবরের বিভিন্ন গেটে পোস্টার দেওয়া হয়েছে কেএমডিএ’র তরফে। যেখানে লেখা রয়েছে, কোনও পোষ্য নিয়ে রবীন্দ্র সরোবরে প্রবেশ কঠোর ভাবে নিষিদ্ধ। সরোবরের পরিবেশ রক্ষার স্বার্থে সেখানে পোষ্য ঢোকায় নিষেধাজ্ঞা জারির দাবি তুলছিলেন স্থানীয়রা। সেই দাবি পূরণ হওয়ায় খুশি পরিবেশকর্মীরা। যদিও এই সিদ্ধান্তে ক্ষুব্ধ পশুপ্রেমীরা।তাঁদের বক্তব্য, সারাদিন ধরে ঘরে আটকে থাকলে কুকুরদের মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। চিকিৎসকেরা কুকুরকে পার্কে হাঁটতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কারণ, শরীরে বাড়তি চর্বি জমে গেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ে। এমনিতেই শহরের পার্কে কুকুর নিয়ে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা রয়েছে। রবীন্দ্র সরোবরেও ঢোকা বন্ধ করে দিলে পোষ্য নিয়ে আর কোথায় যাবেন তাঁরা, প্রশ্ন লেক গার্ডেন্সের বাসিন্দা শর্মিলা চৌধুরীর।

    অন্য দিকে, কেএমডিএ সূত্রে খবর, সকাল-বিকেল অনেকেই পোষ্যদের নিয়ে সরোবরে আসেন। মল-মূত্রের কারণে সরোবরের পরিবেশ দূষিত হচ্ছে। তা ছাড়া অনেকেই পোষ্যকে খাবার খাওয়ান সরোবরে এসে। যার ফলেও চারপাশ নোংরা হচ্ছে। সে জন্যেই এই সিদ্ধান্ত। এর পাল্টা লাভ অ্যান্ড কেয়ার ফর অ্যানিম্যালস-এর অন্যতম কর্মকর্তা সুস্মিতা রায়ের প্রশ্ন, ‘প্রতিদিনই তো অনেক মানুষ সরোবরে ঢোকেন। তাঁদের জন্যে পরিবেশ দূষিত হয় না?

    বিপন্ন দক্ষিণ কলকাতার ফুসফুস, বিপদে রবীন্দ্র সরোবর!

    পোষ্যরাই সব কিছুর জন্য দায়ী?’ দীর্ঘদিন ধরে রবীন্দ্র সরোবরের পরিবেশ রক্ষার স্বার্থে লড়াই করে আসছেন পরিবেশকর্মী সুমিতা বন্দ্যোপাধ্যায়। তিনি অবশ্য মনে করেন, ‘খুবই ভালো সিদ্ধান্ত প্রশাসনের। তবে নির্দেশিকা টাঙিয়ে দিলেই হবে না। নির্দেশ বাস্তবায়িত হচ্ছে কিনা, সে দিকেও নজর দেওয়াটা জরুরি।’ কেএমডিএ’র তরফে জানানো হয়েছে, পোষ্য নিয়ে যাতে কেউ ভিতরে ঢুকতে না পারেন, সে জন্যে সরোবরের সব কর্মীকে বলা হয়েছে বাড়তি নজরদারির জন্যে। স্থানীয় থানাকেও সতর্ক করা হয়েছে।

    প্রসঙ্গত, এর আগে রবীন্দ্র সরোবরে ছট পুজো নিষিদ্ধ করেছিল জাতীয় পরিবেশ আদালত। রবীন্দ্র সরোবরে যাতে কোনও ভাবেই ছট পুজো না হয়, সেই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে। ছট পুজো করলে সরোবরের জল দূষিত হচ্ছে, এই মর্মে পুজো নিষিদ্ধ করে দেওয়া হয়। এই নিয়ে একাধিকবার বিতর্কও হয়েছে। সম্প্রতি দায়ের হওয়া আরেকটি মামলার রায়ে পরিবেশ আদালত জানায়, সরোবরে পুজো বা অন্য কোনও অনুষ্ঠান নিষিদ্ধ হলেও পরিবেশবিধি মান্য করে যজ্ঞ করতে অসুবিধা নেই।
  • Link to this news (এই সময়)