• Sam Pitroda : পূর্ব ভারতের মানুষ চিনাদের মতো, দক্ষিণ ভারতীয়রা আফ্রিকান! স্যাম পিত্রোদার 'বর্ণবিদ্বেষী' মন্তব্যে ফুঁসে উঠলেন মোদী
    এই সময় | ০৮ মে ২০২৪
  • লোকসভা নির্বাচনের মধ্যেই ভারতীয় নাগরিকদের বর্ণ নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা গেল স্যাম পিত্রোদাকে। ভারতীয়দের গায়ের রং নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য় করার অভিযোগ উঠল কংগ্রেসের এই নেতার বিরুদ্ধে। ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের সভাপতি স্যাম পিত্রোদার ওই বিতর্কিত মন্তব্য ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতর। কড়া প্রতিক্রিয়া দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।ঠিক কী বলেছেন স্যাম পিত্রোদাস্যাম পিত্রোদা তাঁর মন্তব্যে ভারতের বিভিন্ন অংশে বসবাসকারী মানুষের মধ্যে একটি তুলনা টেনেছেন। একটি বক্তব্যে স্যাম পিত্রোদা বলেন, 'ভারতের মতো বৈচিত্র্যময় দেশে সবাই একসঙ্গে থাকেন। এখানে পূর্ব ভারতের মানুষ দেখতে চিনা মানুষের মতো। পশ্চিম ভারতে বসবাসকারীরা আরবদের মতো এবং দক্ষিণের বাসিন্দারা আফ্রিকানদের মতো দেখতে।' একই সঙ্গে তিনি বলেন, 'তা সত্ত্বেও, আমরা সবাই একসঙ্গে থাকি। কিন্তু, এটা কোনও ব্যাপার নয়। আমরা সবাই ভাই বোন। আমরা সকল ভাষাকে সম্মান করি।'

    কড়া প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীরস্যাম পিত্রোদার এই মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। স্যামের কথার রেশ ধরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও নিশানা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'এটা দেশের মানুষকে অপমান করা। গায়ের রঙের উপর ভিত্তি করে দেশের মানুষদের অপমান করা হয়েছে।'

    আগেও বিতর্কএর আগেও একাধিকবার স্যাম পিত্রোদার একাধিক বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। কিছুদিন আগে ‘ইনহেরিট্যান্স ট্যাক্স’ নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন । রাহুল গান্ধী বলেছিলেন যে নির্বাচনের পরে কংগ্রেস ক্ষমতায় এলে একটি সমীক্ষা করা হবে এবং কার কত সম্পত্তি রয়েছে তা খুঁজে বের করা হবে। স্যাম পিত্রোদা তখন আমেরিকায় আরোপিত উত্তরাধিকার করের কথা উল্লেখ করেন। তিনি বলেন যে আমেরিকায় যদি কারোর ১০০ মিলিয়ন ডলারের সম্পত্তি থাকে তাহলে তাঁর মৃত্যুর পরে সম্পত্তির ৪৫ শতাংশ তার সন্তানদের কাছে হস্তান্তর করা হয় এবং ৫৫ শতাংশ সম্পত্তি সরকারের মালিকানায় পরিণত হয়। এটাকে খুবই আকর্ষণীয় আইন বলেই মন্তব্য করেন তিনি। কার্যত এই রকমের আইন ভারতে চালু করার ব্যাপারেও সওয়াল করেন তিনি। এই নিয়েও তুমুল বিতর্ক হয়েছিল।

    PM Modi Bardhaman Rally : তাঁর উত্তরাধিকার কে? জানালেন নরেন্দ্র মোদী

    স্যাম পিত্রোদা কে?স্যাম পিত্রোদার পুরো নাম সত্যনারায়ণ গঙ্গারাম পিত্রোদা। তিনি একজন টেলিকম উদ্ভাবক এবং উদ্যোক্তা হিসাবে স্বীকৃত। তিনি প্রায় ৫০ বছর ধরে টেলিকম এবং যোগাযোগ প্রযুক্তি নিয়ে কাজ করছেন। গান্ধীবাদী এই পরিবারের সঙ্গে কংগ্রেসের ভালো সম্পর্ক । ইন্দিরা গান্ধীর কথায় তিনি আমেরিকা থেকে দেশে ফিরে আসেন। সেই সঙ্গে আমেরিকান নাগরিকত্ব ত্যাগ করেন তিনি। রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হলে পিত্রোদা তাঁর উপদেষ্টা হন। মাঝে কিছুদিন তিনি আমেরিকা চলে গিয়েছিলেন। পরে আবার ফিরে আসেন। ২০০৪ সালে , মনমোহন সিং প্রধানমন্ত্রী হওয়ার পরে পিত্রোদাকে জাতীয় জ্ঞান কমিশনের চেয়ারম্যান করেন। পরে মনমোহন সিংয়ের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন তিনি।
  • Link to this news (এই সময়)