Rabindranath Tagore : 'চলায় চলায় বাজবে জয়ের ভেরি...', কবিতা পাঠ করে রবিঠাকুরকে শ্রদ্ধাঞ্জলী মোদীর, দেখুন ভিডিয়ো
এই সময় | ০৮ মে ২০২৪
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিঠাকুরের একটি কবিতার কয়েকটি লাইন আবৃত্তি করে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন প্রধানমন্ত্রী। কবিতার লাইনগুলির ব্যাখ্যাও দিলেন নিজের ঢঙে। রাতারাতি ভাইরাল নমোর রবীন্দ্র জয়ন্তী উদযাপনের সেই ভিডিয়ো। যেখানে অডিয়ো-ভিজুয়ালের মাধ্যমে বিশ্বকবির জীবনের নানা মুহূর্ত তুলে ধরা হয়েছে।'চলায় চলায় বাজবে জয়ের ভেরি। পায়ের বেগেই পথ কেটে যায়, করিস নে আর দেরি।' নূতন যুগের ভোরে শীর্ষক কবিগুরুর কবিতার এই লাইনগুলি পাঠ করতে শোনা গেল নরেন্দ্র মোদীকে। তিনি বলেন, 'গুরুদেব রবীন্দ্র ঠাকুরের এই কবিতা আমাদের শেখায় চলার পথে আমাদের প্রত্যেক পদক্ষেপে শঙ্খনাদ হবে। চলার পথেই গন্তব্য খুঁজে পাব আমরা। আর দেরি করা উচিত নয়।'
এক্স হ্যান্ডেলে পোস্ট করা অডিয়ো ভিজুয়ালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতে শোনা যায়, 'গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর একজন মহান প্রতিভাশালী মানুষ। তাঁর অন্তরে ছিল একজন শিক্ষকসত্ত্বা। তিনি গীতাঞ্জলিতে লিখেছিলেন, যার জ্ঞান রয়েছে, তাঁর দায়িত্ব সেই জ্ঞান ছাত্রদের মধ্যে সঞ্চারিত করা। জ্ঞান এবং বিবেকের প্রকৃষ্ট উদাহরণ ছিলেন গুরুদেব। তাঁর প্রভাব আমাদের সকলের জীবনে রয়েছে।'
রবীন্দ্রনাথ ঠাকুরকে তাঁর শ্রদ্ধাজ্ঞাপনের সময় ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে, 'যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে' গানটি। মোদী আরও লেখেন, 'গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সহিষ্ণু প্রজ্ঞা ও প্রতিভা প্রজন্মের পর প্রজন্ম ধরে অসংখ্য মানুষকে অনুপ্রাণিত ও আলোকিত করতে থাকবে।'