• Air India Express Flights Cancelled : গণ ছুটির আবেদন করে ফোন সুইচড অফ ৩০০ কর্মীর! এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান বাতিলে বিপাকে যাত্রীরা
    এই সময় | ০৮ মে ২০২৪
  • ৭৯টি আন্তর্জাতিক এবং ডোমেস্টিক বিমান বাতিল করল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। জানা গিয়েছে, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এই বিপুল সংখ্যক উড়ান বাতিল হয়েছে। এর জেরে ব্যাপক দুর্ভোগের শিকার হয়েছেন যাত্রীরা। কিন্তু, কেন আচমকা এই সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের? যাত্রী বিক্ষোভের জেরে চরম বিপাকে সংস্থা।কেন বাতিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান?ফ্লাইট বাতিল করার কারণ হিসেবে উঠে এসেছে উড়ান সংস্থার কর্মচারীদের গণ ছুটির আবেদন। এয়ারলাইনটির সিনিয়র ক্রু সদস্যদের মধ্যে অধিকাংশ একসঙ্গে অসুস্থতার জন্য সিক লিভের অ্যাপ্লাই করেছেন। আর তাই কর্মচারীর অভাবে বাতিল করে দিতে হয়েছে ৭০টির বেশি উড়ান। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে অসামরিক বিমাণ পরিবহণ মন্ত্রক।

    জানা গিয়েছে, মোট ৭৯টি বিমান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। ৩০০ সিনিয়র কর্মচারী সিক লিভের আবেদন করেছে বলেও জানা গিয়েছে। এমনকী, শেষ মুহূর্তে ছুটির আবেদন করার পর অধিকাংশই নিজেদের ফোন সুইচ অফ করে দিয়েছেন। ফলে তাঁদের কারও সঙ্গেই যোগাযোগ করে উঠতে পারেনি সংস্থা। অগত্যা উড়ান বাতিল করা ছাড়া অন্য উপায় ছিল না সংস্থার কাছে।

    দুর্ভোগে যাত্রীরাএখানেই শেষ নয়, যে সকল যাত্রীরা উড়ান বাতিলের জেরে দুর্ভোগের শিকার হয়েছেন, তাঁদের প্রত্যেককে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছে উড়ান সংস্থা। পাশাপাশি দ্রুত তাঁদের নতুন উড়ানের ব্যবস্থা করা হবে, যা হবে কমপ্লিমেন্টারি।

    এদিকে, উড়ান বাতিলের ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে যাত্রীদের তরফে। সোশ্যাল মিডিয়ায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের নামে নালিশ ঠুকে একের পর এক পোস্ট আসছে। শেষ মুহূর্তে উড়ান বাতিলের জেরে অসংখ্য যাত্রী গন্তব্যে পৌঁছতে পারেননি। ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁরা। এয়ারপোর্টে পৌঁছনোর পর সংস্থার তরফে মেসেজ এসেছে বলেও হয়রানির অভিযোগ তুলেছেন অনেকে।

    কী জানাচ্ছে উড়ান সংস্থা?এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ক্রু মূলত টাটা গ্রুপের নয়া এমপ্লয়মেন্ট পলিসির বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে। সংস্থার এক মুখপাত্র বলেন, 'শেষ মুহূর্তে আমাদের একটি বিরাট সংখ্যক কেবিন ক্রু অসুস্থতার কারণ দেখিয়ে জরুরি ছুটির আবেদন করেছেন। এর জেরেই একাধিক উড়ান বাতিল করা হয়েছে। কিছু বিমানের সময় বদল করা হয়েছে। এর কারণ খতিয়ে দেখার চেষ্টা করছে কর্তৃপক্ষ। যাত্রীদের আমাদের কাছে অতিথি। ফলত তাঁদের সুবিধা-অসুবিধা দেখা আমাদের মূল কর্তব্য। অনিবার্য এই সমস্যার দ্রুত সমাধানের চেষ্টা করছি আমরা। সকলের কাছে হাতজোড় করে ক্ষমাপ্রার্থী আমরা।'
  • Link to this news (এই সময়)