'পড়াশোনাই হ্যাবিট', ৬ জন গৃহশিক্ষক, দিনে ১০ ঘণ্টা পড়ে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট 'বইপোকা' অভীক
এই সময় | ০৮ মে ২০২৪
মঙ্গলবার উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। রাজ্যে প্রথম হয়েছেন অভীক দাস। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। আলিপুরদুয়ারের ম্যাকউইলিয়াম হাইস্কুলের এই ছাত্র জানান এই ফলাফলে তিনি অত্যন্ত খুশি।অভীক দাস বলেন, 'ভালো পরীক্ষা হয়েছিল। এটা আশা করেছিলাম যে প্রথম পাঁচে থাকব। তবে প্রথম হব আশা করিনি।' নিয়মিত পড়াশোনা করতেন বলে জানান এই কৃতী। তাঁর কথায়, 'ঘড়ি ধরে পড়াশোনা করিনি। যখন মন চেয়েছে পড়েছি। সারাদিন পড়াশোনা করেছি। পড়াশোনাই আমার হ্যাবিট। দিনে আট থেকে দশ ঘণ্টা পড়াশোনা করেছি। আমার ৬টি বিষয়ে ৬ জন গৃহ শিক্ষক ছিল। আমি অ্যাস্ট্রো ফিজিক্স নিয়ে গবেষণা করে বিজ্ঞানী হওয়ার ইচ্ছে রয়েছে।' মাধ্যমিকে রাজ্যে চতুর্থ হয়েছিলেন তিনি।
তাঁর বাবা মা বলেন, 'ও সারাদিন পড়াশোনা করত। খুব পরিশ্রমী।' খুশি তাঁর পরিবারের সদস্যরা। ছেলের স্বপ্নপূরণের লক্ষ্যে পরিবার সমস্তভাবে সাহায্য করবে বলে জানান তাঁরা। তাঁদের কথায়, 'ও পড়াশোনা করত। স্কুলের শিক্ষকরাও খুব সাহায্য করেছেন। পাশাপাশি ওর গৃহশিক্ষক ছিল। দিনরাত এক করে পড়াশোনা করেছে ও। মাধ্যমিকেও ভালো ফলাফল করেছিল। এরপর ও সায়েন্স নিয়ে পড়াশোনা করার ইচ্ছে প্রকাশ করে। আমরা কোনওদিন ওর উপর কিছু চাপিয়ে দিইনি। বিজ্ঞানী হতে চেয়েছিল ও। মহাকাশের রহস্য নিয়ে ওর আলাদা একটা আগ্রহ রয়েছে। আমরা চাই ও ওর লক্ষ্যে পৌঁছে যাক।'
উল্লেখ্য, এইবার উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লাখ ৫৫ হাজার ৩২৫। অ্যাপে রেজাল্ট দেখার জন্য প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে Exametc.com, Uccha Madhyamik Results 2024 , WB HS Result বা FASTRESULT অ্যাপ। এইবার উচ্চ মাধ্যমিকে ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৪০.৯১ শতাংশ। ৯৭.১৯ শতাংশ পাশ করেছে সায়েন্স গ্রুপে। কমার্সে ৩৮ হাজার ৪২৯ ছাত্রের মধ্যে পাশ করেছে ৯৬.০ শতাংশ। আর্টসে ৫ লাখ ৯৫ হাজার ২৯২-র মধ্যে পাশ করেছে ৮৮.২ শতাংশ। নেপালিতে ৮ হাজার ২৩৯-র মধ্যে ৯২.৯৭ শতাংশ, সাঁতালিতে ১ হাজার ২১২-র মধ্যে পাশ করেছে ৯৩.৬০।
এইবার ৫৮ জন প্রার্থী প্রথম দশে রয়েছেন। এর মধ্যে হুগলির ১৩ জন, বাঁকুড়া ৯ জন, দক্ষিণ ২৪ পরগনা ৭ জন, কলকাতা ৫ জন, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুর ৪ জন।