• '১০-২০ তারিখের মধ্যে কেশপুরে খুন হতে চলেছে', বিস্ফোরক দেব
    এই সময় | ০৮ মে ২০২৪
  • আগামী ১০ থেকে ২০ তারিখের মধ্যে কেশপুরে খুন হতে পারে, এমনই ভয়াবহ আশঙ্কা করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেব। বিজেপি নিজেদের কর্মীকে মেরে দোষটা তৃণমূলের উপরে চাপানোর চেষ্টা করবে বলে দাবি করেন ঘাটালের তৃণমূল প্রার্থী। একইসঙ্গে নিশানা করেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা আরও এক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে।দেব বলেন, 'বিজেপির প্রার্থী ও বিজেপি দল জেতার জন্য উঠে পড়ে লেগেছে। আমাদের কাছে খবর আছে, কেশপুরে তারা নিজেদের লোককে মেরে সেই দোষ আমাদের লেকেদের উপরে দিয়ে ভোট করানোর চেষ্টা করবে। ওরা বুঝতে পেরে গিয়েছে যে জেতার কোনও রাস্তা নেই। ১০ থেকে ২০ তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের। আমি আগে থেকে বলে রাখছি যে এমন একটা ঘটনা কেশপুরে হতে চলেছে। সংবাদমাধ্যমের দ্বারা আমি আগাম জানিয়ে রাখলাম প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে।'

    ঘাটালের বিজেপি প্রার্থীকে নিশানা করে দেব বলেন, 'হিরণ পাগল হয়ে গিয়েছে, যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। এইসব না বললে ও হেড লাইনে আসবে না। হিরণ তো নিজের একটা কাজের কথাও তো বলছে না। ওর দল দশ বছরে কী করেছে, হিরণ নিজে কী করেছে, তিন বছরের বিধায়ক এবং কাউন্সিলর দু'টো পদই তো নিয়ে আছে। এখন সাংসদ হওয়ার স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখা ভালো, মানুষের স্বপ্ন দেখার অধিকার রয়েছে।'

    হিরণকে কটাক্ষ করে দেব আরও বলেন, 'আসলে মানুষ ওর সঙ্গে নেই। মানুষ কেন, ওর নিজের দলও ওর সঙ্গে নেই। যে কথাগুলো ও বলছে, ওর দলের একজন নেতাও ওই কথাগুলো বলছেন না। একজন বিধায়ক আছেন, তিনিও কোনওদিন আমার কথা বলেছেন না। ওদের জেলা সভাপতি রয়েছেন, তিনিও কি আমায় নিয়ে কিছু বলছেন? কেউ কিছু বলছে না বিজেপির। ওই একটাই ছেলে জেতার জন্য মরিয়া হয়ে যা পারছে বলছে, ওকে আমার শুভেচ্ছা রইল।'

    প্রসঙ্গত, এবারে প্রথম থেকেই জমে উঠেছে ঘাটালের নির্বাচনী লড়াই। গত দু'বারের সাংসদ তথা অভিনেতা দেবকে এবারেও ওই কেন্দ্র থেকেই প্রার্থী করেছে তৃণমূল। অন্যদিকে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে। নাম ঘোষণার পর থেকেই ময়দানে নেমে পড়েছেন দুই প্রার্থী। রাজনৈতিকমহলের একাংশ মনে করছে সময় যত এগোবে পারদ চড়বে এই কেন্দ্রে।
  • Link to this news (এই সময়)