• ‌রাশিয়ার প্রেসিডেন্ট পদে ফের পুতিন
    আজকাল | ০৮ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ রাশিয়ার প্রেসিডেন্ট পদে ফের ভ্লাদিমির পুতিন। এই নিয়ে পঞ্চমবার প্রেসিডেন্ট পদে শপথ নিলেন তিনি। মঙ্গলবার তিনি ক্রেমলিনে শপথ নেন। ইউক্রেন যুদ্ধের জেরে পুতিনের শপথ অনুষ্ঠান বয়কট করে আমেরিকা সহ পশ্চিমী কয়েকটি দেশ। প্রসঙ্গত, ১৯৯৯ সাল থেকেই পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় রয়েছেন। ইউক্রেনে সেনা পাঠানোর দুই বছরেরও বেশি সময় পর নতুন করে তাঁর যাত্রা শুরু হল। ৭১ বছর বয়সী পুতিন দেশীয় রাজনীতিতে আধিপত্য নিয়েই টিকে আছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে পুতিন পশ্চিমী দেশগুলোর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছেন। তাঁর অভিযোগ, ইউক্রেনের কাঁধে চড়ে পশ্চিমী দেশগুলো রাশিয়াকে ভাঙতে এবং পরাজিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শপথ অনুষ্ঠানের আগে পুতিনের ঘনিষ্ঠ সের্গেই চেমেজভ বলেন, প্রেসিডেন্ট পুতিন পুনর্নিবাচিত হয়েছেন। তিনি নিজের পথে চলবেন। গত মার্চে পুতিন নির্বাচনে বড় জয় পান। পুতিনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী অ্যালেক্সি নাভালনি নির্বাচনের আগে এক কারাগারে মারা যান। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সোমবার বলেন, ‘‌পুতিনের শপথগ্রহণ অনুষ্ঠানে আমাদের কোনও প্রতিনিধি থাকবে না। আমরা অবশ্যই সেই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বিবেচনা করিনি। এরপরও তিনি রাশিয়ার প্রেসিডেন্ট হয়েছেন এবং তিনি ক্ষমতায় থাকছেন।’‌ 
  • Link to this news (আজকাল)