• কেরালায় বাড়ছে ওয়েস্ট নাইল ফিভার, সতর্ক প্রশাসন
    আজকাল | ০৮ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কেরালা সরকার, রাজ্যের তিনটি জেলায় ওয়েস্ট নাইল ফিভারের সংক্রমণের প্রেক্ষিতে সব জেলা প্রশাসনকেই সতর্ক করে দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, ত্রিশুর, মালাপ্পুরম ও কোজিকর জেলায় কিউলেক্স মশা থেকে এই রোগের সংক্রমণ ঘটেছে। তিনি সব জেলাকেই মশা নিয়ন্ত্রণে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মাথা ব্যাথা, বমি, পেশীতে ব্যাথা ও চুলকুনির মতো কোনওরকম উপসর্গ দেখা দিলে জনসাধারণকে অবিলম্বে চিকিৎসকের কাছে যাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রী আরও বলেন, এই রোগের এখনও পর্যন্ত কোন ওষুধ বা টিকা নেই। সেই জন্যেই তা প্রতিরোধে উপসর্গ ভিত্তিক চিকিৎসা এবং রোগ ছড়িয়ে পড়া ঠেকানো দরকার সবার আগে। উল্লেখ্য, ২০১১-য় কেরালায় প্রথম এই ওয়েস্ট নাইল ফিভার ধরা পড়ে। 
  • Link to this news (আজকাল)