• একসঙ্গে সিক লিভ-এ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ৩০০ কর্মী, বাতিল প্রায় ৯০টি বিমান...
    আজকাল | ০৮ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আচমকা একসঙ্গে ৩০০ কর্মী অসুস্থ! সংস্থায় সিক লিভের আবেদন করে মোবাইল বন্ধ করে ছুটিতে অধিকাংশ কর্মী। যার জেরে বুধবার সকলে ৮৬টি বিমান বাতিল করার ঘোষণা করল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। চরম ভোগান্তি যাত্রীদের। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ৩০০ কর্মী অসুস্থতার কারণে ছুটিতে আছেন। সকলের মোবাইল ফোন বন্ধ। যদিও সংস্থার তরফে সকলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। এর ফলে ৮৬টি আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বিমান বাতিল করা হয়েছে। যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে সংস্থা জানিয়েছে, তাঁদের টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া হবে। সূত্রের খবর, অসুস্থতা আসল কারণ নয়। সংস্থার নতুন নিয়োগ সংক্রান্ত পদ্ধতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন কর্মীরা। প্রতিবদ স্বরূপ আজ এই পদক্ষেপ করেছেন তাঁরা। যদিও এই বিষয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কোনও মন্তব্য করেনি।
  • Link to this news (আজকাল)