• কালবৈশাখীর জেরে নিম্নমুখী পারদ, শনিবার পর্যন্ত বাংলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস ...
    আজকাল | ০৮ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহজুড়ে তাপপ্রবাহ থেকে রেহাই। শনিবার পর্যন্ত বাংলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস। রাতভর কালবৈশাখীর জেরে একধাক্কায় আরও খানিকটা কমল তাপমাত্রা। মঙ্গলবার রাতে ঝড়বৃষ্টির জেরে সর্বনিম্ন তাপমাত্রা কমে হয়েছে ২১.৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার থেকে রাজ্য ফের বাড়বে বৃষ্টির পরিমাণ। সেদিন নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস আছে। আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে।
  • Link to this news (আজকাল)