• জুনিয়র জাতীয় বাস্কেটবলে বাংলার ছেলেমেয়েরা
    দৈনিক স্টেটসম্যান | ০৮ মে ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি? ৭৪তম জুনিয়র জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা বুধবার থেকে শুরু হচ্ছে মধ্যপ্রদেশের ইন্দোরে৷ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১৪ মে৷ বাংলার ছেলে ও মেয়েরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সচিব প্রদীপকুমার আড্ডি৷ বাংলার মেয়েদের দলে রয়েছে? লিউ জিয়াই কাইথলিন, সাংভি গোপালাকা, কুসুম ধানুস, দেবলীনা মিত্র, অর্পিতা সাহা, অরুনিতা দাস, জুহি বনসল, রিশা দাস, সৌমি মণ্ডল, ললিতা সিং, শিউলি হালদার ও প্রতু্যষা দাস৷ প্রধান কোচ পুনীত সিংঘানিয়া৷ কোচ পিয়ালি দাস এবং ম্যানেজার ঝুমা দাস৷ ছেলেদের দলে রয়েছে? হিমাদ্রি ঘোষ, আনানিয়ো দত্ত, সাগ্নিক দে, সায়ন দে সরকার, সারহান আগরওয়াল, প্রশান্ত জৈন, অঙ্কিত ঘোষ, রোহিত মিশ্র, রিশিত মণ্ডল, শুভজিৎ কোলে, সুশান্ত খান ও অনুরাগ বটব্যাল৷ প্রধান কোচ সত্যেন্দ্র সিং, কোচ বিষ্ণু দেও যাদব ও ম্যানেজার সৌরেন্দ্রনাথ কর৷
    বয়সভিত্তিক ভলিবল
    এদিকে ৩২তম বয়সভিত্তিক ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছে৷ প্রথম দিনেই দিলীপ স্মৃতি সংঘ ২-০ গেমে ইস্ট ক্যালকাটা ভলিবল ক্লাবকে হারিয়ে দিয়েছে৷ পোলবা স্পোর্টস একাডেমি জয় পেয়েছে ২-০ গোমে শিবপুর মডার্ন স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে৷ আতপুর সম্মিলনী ২-০ গোমে জয় তুলে নিয়েছে বাকসারা অনুশীলন চক্রের বিরুদ্ধে৷ মগরা ভলিবল একাডেমি ২-০ গোমে পরাস্ত করেছে কালীমাতা ব্যায়ামাগারকে৷ তারকেশ্বর বটতলা ভলিবল ক্লাব জয় পেল বেলুড় ইউথ অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ২-০ গেমে৷ সেলিনাপাড়া অন্নপূর্ণা ব্যায়াম সমিতি ২-০ গেমে পরাস্ত করে নৈহাটি অ্যাথলেটিকস ক্লাবকে৷ বেলেঘাটা বালকবৃন্দ ২-০ গেমে হারিয়ে দিল শিকারপুর এসএসএসকে৷ রানাঘাট টাউন ক্লাব ২-১ গেমে জয় পেল চেতলা অগ্রণী ক্লাবের বিরুদ্ধে৷ মিনি গার্লসে ব্লু ব্লাড ক্লাব, কল্যান পরিষদ, তারকেশ্বর ভলিবল ক্লাব, আশিস স্মৃতি সংঘ, বালি দেশবন্ধু ক্লাব ও সবুজ সাথী জয়লাভ করেছে৷
    কর্পোরেট টেবল টেনিস
    কর্পোরেট ক্লাব টেবল টেনিস প্রতিযোগিতার ফাইনালে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হল রায় এন্টারপ্রাইস৷ তারা হারিয়ে দিয়েছে বি২বি ইভেন্টজকে ৩-১ ম্যাচের ব্যবধানে৷ জয়ী দলের হয়ে প্রতিনিধিত্ব করেন কৌশিক রায়, সৌভিক রায়, রাজ মণ্ডল ও শৌনভ বর্মণ৷ মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয় রায় এন্টারপ্রাইস৷ তারা হারায় প্রফিট মার্টস সিকিউরিটিজ প্রাইভেট লিমিটেডকে৷ বিজয়ী দলের হয়ে খেলেছেন মৌসুমি ব্যানার্জি, ময়ূরী চ্যাটার্জি ও সোমদত্তা ঠাকুরতা৷ প্রধান অতিথি ছিলেন দেবাশিস চক্রবর্তী৷ প্রতিযোগিতায় মোট ১৫টি দল অংশ নেয়৷
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)