'কথা বলার ক্ষমতাই হারিয়ে ফেলেছি', দেড় মাস বাড়ির বাইরে থেকে 'অসুস্থ' মমতা!
২৪ ঘন্টা | ০৮ মে ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লোকসভায় প্রচারের জন্য একের পর এক জেলা ঘুরে বেড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গরমে নাজেহাল মানুষ। এই অবস্থায় জেলায় জেলায় প্রচার, মিছিল করাটাও কষ্টকর। বিষ্ণুপুরের সভা থেকে মমতা বললেন, 'আমি প্রায় দেড় মাস ধরে বাড়ির বাইরে। বলতে গেলে কথা বলার ক্ষমতাই হারিয়ে ফেলছি চিৎকার করতে করতে।' রাজনৈতিক মহলের মতে, একের পর এক সভা মমতার। প্রখর রোদে মিছিলেও হাঁটছেন। টানা বক্তব্য রাখছেন।
প্রতিদিনই বক্তৃতার কারণে, কথা বলার ক্ষমতা অনেকটাই হারিয়ে ফেলেছেন বলে বিষ্ণুপুরের এক সভা থেকে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পুরুলিয়ায় তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে সভা করার পর বাঁকুড়ার প্রার্থী অরূপ চক্রবর্তী এবং বিষ্ণুপুরের প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে জনসভা করেন তৃণমূলনেত্রী মমতা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুরের সভা থেকে বলেন, ‘সন্দেশখালি দেখেছেন তো, টাকা দিয়ে কী ভাবে মেয়েদের আত্মসম্মান বিক্রি করে দিয়েছিল। এরা পারে না এমন কোনও কাজ নেই। রাতের বেলায় গাড়িতে করে লুকিয়ে লুকিয়ে আরএসএস-এর লোকেরা আর বিজেপির লোকের আর দু-একজন মহিলা সাথীকেও নিচ্ছে। তাদের নিয়ে গিয়ে লোকের বাড়িতে বাড়িতে টাকা বিলি করছে ভোটের জন্য।’