উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় মোট ৫৮ পরীক্ষার্থী, তাক লাগিয়েছে হুগলি, দেখুন সম্পূর্ণ মেরিট লিস্ট
এই সময় | ০৮ মে ২০২৪
প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল। দুপুর ১ টায় সাংবাদিক বৈঠক করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদরে পক্ষ থেকে ফলাফল প্রকাশ করা হয়। এবার উচ্চ মাধ্যমিকে বেড়েচে পাশের হার। এই বছর উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯০ শতাংশ। ছেলেদেরে পাশের হার ৯২.৩২ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৮৮.১৮ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৮৯.২৫ শতাংশ। এই বছর উচ্চ মাধ্যমিকের প্রথম দশের মেধাতালিকায় স্থান পেয়েছেন ৫৮ জন। তার মধ্যে ছাত্র ৩৫ জন ও ছাত্রী ২৩ জন। একনজরে দেখে নেওয়া যাক এবারের মেধা তালিকা।নামজেলানম্বরস্থানঅভীক দাসআলিপুরদুয়ার৪৯৬প্রথমসৌম্যদীপ সাহাদক্ষিণ ২৪ পরগনা৪৯৫দ্বিতীয়অভিষেক গুপ্তামালদা৪৯৪তৃতীয়প্রতিচী রায় তালুকদারকোচবিহার৪৯৩চতুর্থস্নেহা ঘোষহুগলি৪৯৩চতুর্থসায়ন্তন মাইতিপূর্ব মেদিনীপুর৪৯২পঞ্চমসুস্বাতী কুণ্ডুবাঁকুড়া৪৯২পঞ্চমসুপ্তত্তিথা সরকারমালদা৪৯২পঞ্চমশৌনক করকলকাতা৪৯২পঞ্চমসানন্দা রায়বীরভূম৪৯২পঞ্চমঅঙ্কিত পালবাঁকুড়া৪৯২পঞ্চমঅর্ণব কর্মকারমালদা৪৯২পঞ্চমরুদ্র দত্তহুগলি৪৯১ষষ্ঠশুভগীপ সিনহা মহাপাত্রবাঁকুড়া৪৯১ষষ্ঠনিলয় চট্টোপাধ্যায়দক্ষিণ ২৪ পরগনা৪৯১ষষ্ঠমনোস্বী চন্দকোচবিহার৪৯১ষষ্ঠসৌম্যজিৎ নন্দীবীরভূম৪৯১ষষ্ঠঅভ্রকিশোর ভট্টাচার্যহুগলি৪৯১ষষ্ঠআফরিন মণ্ডলপূর্ব বর্ধমান৪৯১ষষ্ঠঅনিমেষ লায়েকবাঁকুড়া৪৯১ষষ্ঠসৌমিক ধবলবাঁকুড়া৪৯০সপ্তমঋতব্রত দাসহুগলি৪৯০সপ্তমবিদিশা সন্নিগ্রাহীবাঁকুড়া৪৯০সপ্তমঅঙ্কিত সরকারউত্তর দিনাজপুর৪৯০সপ্তমমহম্মদ শাহিদহুগলি৪৯০সপ্তমঅর্ঘ্যদীপ দত্তকলকাতা৪৮৯অষ্টমঅস্মিতকুমার মুখোপাধ্যায়হুগলি৪৮৯অষ্টমসোমশুভ্র কর্মকারহুগলি৪৮৯অষ্টমরুমা কোনারবাঁকুড়া৪৮৯অষ্টমকৌশিক ঘোষমুর্শিদাবাদ৪৮৯অষ্টমসিঞ্চন দত্তবাঁকুড়া৪৮৯অষ্টমঅন্বেষা দত্তআলিপুরদুয়ার৪৮৮নবমপৃথা দত্তহুগলি৪৮৮নবমপ্রীতম্বর বর্মনউত্তর দিনাজপুর৪৮৮নবমঅহন চক্রবর্তীউত্তর ২৪ পরগনা৪৮৮নবমকুশল ঘোষনদিয়া৪৮৮নবমআদিত্য বন্দ্যোপাধ্যায়দক্ষিণ ২৪ পরগনা৪৮৮নবমঅর্পণ গোস্বামীবাঁকুড়া৪৮৮নবমঅর্ক সাহাদক্ষিণ ২৪ পরগনা৪৮৮নবমবৃষ্টি পালহুগলি৪৮৮নবমবিতান আহমেদদক্ষিণ ২৪ পরগনা৪৮৮নবমউদান চক্রবর্তীকলকাতা৪৮৮নবমসৃজনী ঘোষহুগলি৪৮৭দশমবৃষ্টি দত্তহুগলি৪৮৭দশমতন্বিষ্ঠা দাসকলকাতা৪৮৭দশমসোহা ঘোষহুগলি৪৮৭দশমঅন্তরা শেঠপূর্ব বর্ধমান৪৮৭দশমইন্দ্রাণী সেনপূর্ব বর্ধমান৪৮৭দশমসুকৃতী মণ্ডলহাওড়া৪৮৭দশমদেবপ্রিয়া বরপূর্ব মেদিনীপুর৪৮৭দশমশতপর্ণা মিলকলকাতা৪৮৭দশমসোহম কোনারপূর্ব বর্ধমান৪৮৭দশমসোহম মুখোপাধ্যায়দক্ষিণ ২৪ পরগনা৪৮৭দশমঅনিশ ঘরাইপূর্ব বর্ধমান৪৮৭দশমশুভজিৎ ঘোষদক্ষিণ ২৪ পরগনা৪৮৭দশমতৌফিক মামুদহুগলি৪৮৭দশমসংসপ্তক আদকপূর্ব মেদিনীপুর৪৮৭দশমঅঙ্কিত ঘোষকোচবিহার৪৮৭দশমউল্লেখ্য, মেধা তালিকায় সবচেয়ে বেশি জায়গা পেয়েছে হুগলি জেলার ছেলেমেয়েরা। এার হুগলি থেকে মেধা তালিকায় রয়েছেন মোট ১৪ জন পড়ুয়া।