শুরু হচ্ছে হজযাত্রা। ভারত এবং বাংলাদেশ থেকে হজযাত্রার ফ্লাইট শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। বিভিন্ন দেশের সরকার হজযাত্রীদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করা ছাড়াও বিমান এবং আরও কিছু সুবিধার ব্যবস্থা করেন। কিন্তু কত খরচ হয় এই হজযাত্রার জন্য?হজের খরচ
হজ করতে যারা যাচ্ছেন তাঁদের খরচ কমানো হয়েছে বলে জানিয়েছে ভারত এবং বাংলাদেশের সরকার। বাংলাদেশের ধর্মমন্ত্রী ফরিদুল হক খান জানান চলতি বছরে হজের খরচ কমানো হয়েছে। চলতি বছর সাধারণ হজ প্যাকেজের খরচ সরকারিভাবে ১ লাখ ৪ হাজার ১৭৮ টাকা এবং বেসরকারিভাবে ৮২ হাজার ৮১৮ টাকা কমানো হয়েছে।
আগামী বছরে হজের খরচ আরও কমানো হবে জানান তিনি। তবে, বাংলাদেশের বাসিন্দাদের দাবি, তাঁদের তুলনায় অনেক কম খরচে হজ করতে যেতে পারেন ভারতীয়রা। বাংলাদেশের বাসিন্দাদের হজের খরচ পড়ে প্রায় ৬ লাখ টাকা (বাংলাদেশি মুদ্রায়)। সেখানে একজন ভারতীয়র খরচ পড়ে রাজ্য ভেদে ৩ লাখ ২০ হাজার থেকে ৩ লাখ ৯০ হাজার টাকা।
পশ্চিমবঙ্গের বাসিন্দার খরচ
জানা গিয়েছে গত বছরে হজের জন্য পশ্চিমবঙ্গের একজন বাসিন্দার খরচ হয় প্রায় ৩ লাখ ৭৬ হাজার টাকা। চলতি বছরে সেই টাকার পরিমাণ কমেছে। চলতি বছরে খরচ হচ্ছে জন প্রতি ৩ লাখ ৬০ হাজার টাকা। ভারতের হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত, হজ কমিটির সিইও ইয়াকুব শেখ জানিয়েছেন, গত দুবছরের তুলনায় চলতি বছরে ভারতীয়দের হজের খরচ ৫০ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত কমেছে।
বিভিন্ন দেশের খরচ
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে, হজযাত্রায় সব থেকে বেশি খরচ করতে হয় বাংলাদেশিদের বলেও জানা গিয়েছে। বাংলাদেশের বাসিন্দদের হজযাত্রার জন্য খরচ হয় সাড়ে ৬ লাখ টাকার বেশি। তুলনায় অনেক কম টাকা লাগে ইন্দোনেশিয়ার বাসিন্দাদের। সেখানের বাসিন্দাদের খরচ হয় প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা করে। আবার, মালয়েশিয়া থেকে হজে যেতে খরচের পরিমাণ ২ লাখ ১৮ হাজার ৭৫৪ টাকা থেকে ২ লাখ ৫৮ হাজার ৬০০ টাকার মধ্যে।
মালয়েশিয়ার সরকার জানিয়েছে প্রতি বছর এই খাতে ৬০০ থেকে ৮০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়। তবে,পাকিস্তান থেকে যারা হজ করতে যান তাঁদের খরচ হয় সাড়ে ৩ লাখ টাকা থেকে সাড়ে ৪ লাখ টাকা। উল্লেখ্য, নরেন্দ্র মোদী সরকার নতুন করে হজ নীতি চালু করেছেন। এই কারণে, আগের তুলনায় ভারতীয়দের হজযাত্রার খরচ প্রায় ৫০ হাজার টাকা কমেছে।