হুগলি জেলার আরামবাগ লোকসভা কেন্দ্রে এবার প্রার্থী বদল করেছে তৃণমূল কংগ্রেস। গতবারের জয়ী প্রার্থীর অপরূপা পোদ্দারের পরিবর্তে এবার প্রার্থী করা হয়েছে মিতালি বাগকে। কেন তাঁকে প্রার্থী হিসেবে বেছে নিলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়? নির্বাচনী প্রচারে গিয়ে সেই কথা জানালেন তিনি।বুধবার আরামগবাগের প্রার্থীর হয়ে প্রচারে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মমতা বলেন, ‘মিতালি বাগদি সম্প্রদায়ের মেয়ে। উচ্চশিক্ষা করেছে। অনেকে বলেন, বাগদি বাউড়িরা টিকিট পান না। আমরা ওঁকে টিকিট দিয়ে তা প্রমাণ করে দিয়েছি।’ বিভিন্ন মহল থেকে প্রার্থী তুলে এনে মানুষের সমানে দাঁড় করানোর কাজ এর আগেও করেছেন মমতা। এবার বাগদি-বাউড়ি সম্প্রদায়ের মানুষকেও প্রার্থীকে ওরে এই আসন থেকে তাঁকে জেতানোর ডাক দিলেন তিনি।
উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে অপরূপা পোদ্দার এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন। ২০১৪ এবং ২০১৯ দুবারই লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হন তিনি। এক হাজারের সামান্য কিছু বেশি ভোটে গতবার জয়ী হন তিনি। তবে, আরামবাগের গতবারের প্রার্থী অপরূপ পোদ্দারকে নানা সময়ে বিভিন্ন বিতর্কের মধ্যে পড়তে হয়। যার কারণে, দলের মধ্যে অস্বস্তি বাড়ে। এবার সেই কারণে এই কেন্দ্রে প্রার্থী বদল করা হয়েছে তৃণমূলের তরফে।
Mamata Banerjee Election Campaign : 'লড়াই করে সিপিএম-এর মতো বিজেপিকেও উৎখাত করব' হুঁশিয়ারি মমতার
যদিও, এর আগে এই কেন্দ্রে দলের তরফে কোনও ভুল করা হয়ে থাকলে সেই বিষয়ে মানুষের কাছে ক্ষমাও চেয়ে নেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘এর আগে কেউ ভুল করে থাকলে, আমরা ভুল শুধরে নিয়েছি। এই কেন্দ্রে আমরা এ বার নতুন প্রার্থীকে টিকিট দিয়েছি। মিতালি প্রান্তিক ঘরের মেয়ে। ওঁকে জেতান।’ তবে নিজেদের প্রার্থীর সম্বন্ধে পরিচয় করানোর পাশাপাশি বিজেপি প্রার্থীকে নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি।
মঞ্চে বক্তৃতার মাঝেই তিনি জিজ্ঞাসা করেন, ‘এখানে বিজেপির প্রার্থী কে হয়েছেন?’মঞ্চে উপস্থিত অন্যান্যদের কাছ থেকে তিনি বিজেপি প্রার্থীর নাম জেনে নেন। এরপরেও জানান, ওই প্রার্থীকে তিনি চেনেন না। এদিনের সভা থেকেই বিজেপিকে আক্রমণ করতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। তাঁর বক্তৃতায় উঠে আসে সন্দেশখালির স্টিং অপারেশনের ভিডিয়ো থেকে শুরু করে এসএসসির চাকরির প্রসঙ্গও। সন্দেশখালি নিয়ে মমতা বলেন, ‘মা, বোনেদের সম্মান চলে গিয়েছে, সেটা কি টাকা দিয়ে ফেরত আসে?’ আমরা এর বদলা চাই। ভোটের মাধ্যমে সন্দেশখালির বদলা হবে বলে দর্শকদের বার্তা দেন তিনি।