যমজ দুই বোনই মেধা তালিকায়, জীবনের লক্ষ্যও এক! খুশি হুগলির ঘোষ পরিবার
এই সময় | ০৮ মে ২০২৪
একজন চতুর্থ (মেয়েদের মধ্যে প্রথম)। আরেকজন দশম স্থান। একই বাড়িতে জোড়া সাফল্যে খুশিতে আত্মহারা ঘোষ পরিবার। উচ্চমাধ্যমিকে দুই যমজ বোন তাক লাগিয়ে দিয়েছে সকলকে। হুগলির বাসিন্দা স্নেহা ঘোষ এবার ৪৯৩ নম্বর পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছে। দিদি সোহা ঘোষ দশম স্থান পেয়েছে।পরিবার সূত্রে খবর, দুই যমজ বোনের মধ্যে স্নেহা এক মিনিটের ছোটো সোহার থেকে। ৪৯৩ নম্বর পেয়ে মেয়েদের মধ্যে প্রথম স্নেহা। অন্যদিকে, উচ্চমাধ্যমিকে ৪৮৭ নম্বর পেয়েছে সোহা। দু’জনেই চন্দননগর কৃষ্ণভাবিনী নারি শিক্ষা মন্দির স্কুলের ছাত্রী। অর্থনীতি নিয়ে উচ্চ শিক্ষা নিতে চায় দুই বোনই। দুুই মেয়ের সাফল্যে চুঁচুড়ার গরবাটি ষষ্টিতলায় খুশির হাওয়া। দুই বোনের বাবার নাম সঞ্জিব ঘোষ, বেসরকারী সংস্থায় চাকরি করেন। মা অপর্ণা দেবী গৃহবধু।
স্নেহা জানায়, প্রথমে বিশ্বাস করতে পারিনি এত ভালো রেজাল্ট হবে। পড়াশোনার জন্য কোন নির্দিষ্ট বাঁধা ধরা সময় ছিল না যতক্ষণ ভালো লাগতো ততক্ষণই পড়াশোনা করতাম। সবথেকে বেশি ভালো লাগতো অংক করতে। টেস্টের আগে চেষ্টা করেছিলাম সিলেবাস কমপ্লিট করার। আগামী দিনে ইকোনোমিক্স পড়াশোনা করতে চাই । স্কুলের শিক্ষক শিক্ষিকারা আমাকে যথেষ্ট সাহায্য করেছেন। ইচ্ছে ছিল মাধ্যমিকে ভালো রেজাল্ট করার কিন্তু টিভিতে নাম না শোনায় ভেঙে পড়েছিলাম উচ্চমাধ্যমিকে ভালো রেজাল্ট হওয়ায় এখন অনেকটাই ভালো লাগছে।
WB Higher Secondary Results 2024 : ভোট যুদ্ধের মাঝেই উচ্চ মাধ্যমিকের ফল, নজরে খুঁটিনাটি
সোহা বলেন, বোনের নাম শোনার পরেই খুব আনন্দ লাগছিল। আমারও ইচ্ছা ইকোনোমিক্স নিয়ে পড়াশোনা করা। পড়াশোনায় কোনও অসুবিধা হলে দু’জনেই দু’জনকে সাহায্য করতাম। দিদির সাফল্যে খুশি বোনও। মা অপর্ণা ঘোষ জানান, দুই মেয়ের সাফল্যে খুব আনন্দ লাগছে। দুই মেয়ে দশের মধ্যে জায়গা করে নেবে সেটা ভাবতে পারিনি। মাধ্যমিকের সময় মেয়ের ঠাকুমা আশা করেছিলেন, টিভিতে তাঁদের নাম বলবে। কিন্তু নাম না বলায় আশাহত হয়েছিলেন, আজ তিনি বেঁচে নেই । তিনি থাকলে আরও ভালো হতো।
উল্লেখ্য, বুধবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল। বুধবার দুপুর ১টায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ১৬ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। ফলত, পরীক্ষা শেষের প্রায় ৬৯ দিনের মাথায় এবার উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করা হল। চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৭,৬৪,৪৪৮ জন।