Hottest Month : সর্বকালের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার! উষ্ণতম মাস এপ্রিল
এই সময় | ০৯ মে ২০২৪
সর্বকালীন রেকর্ড ব্রেক। উষ্ণতম মাসের তকমা পেল এপ্রিল ২০২৪। তা শুধুমাত্র ভারত নয়, বিশ্বজুড়ে চরম তাপমাত্রা বৃদ্ধি, নাগাড়ে বৃষ্টি এবং খরার জেরে একাধিক দেশের হাওয়া বদল হয়েছে।ইউরোপিয়ান ইউনিয়নের ক্লাইমেট এজেন্সি কোপারনিকাস চেঞ্জ সার্ভিসেস (C3S) জানিয়েছে, ১১তম মাস হিসেবে এপ্রিল উষ্ণতম তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। এল নিনোর জেরে হাওয়ার আমূল পরিবর্তন হয়েছে এপ্রিল মাসটিতে।
১৮৫০ থেকে ১৯০০ সালের মধ্যে ১৫.০৩ ডিগ্রি গড় তাপমাত্রা ছিল এপ্রিল। চলতি বছরে সেই তাপমাত্রা ১.৫৮ ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। এই তাপমাত্রা ১৯৯১ থেকে ২০২০ সালের থেকেও ০.৬৭ শতাংশ বেশি। ২০১৬ সালের এপ্রিল মাস এখনও পর্যন্ত সর্বোচ্চ উষ্ণ ছিল। সেই রেকর্ড ভেঙে তার থেকেও ০.১৪ শতাংশ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ২০২৪ সালের এপ্রিল।
ইউরোপিয়ান ইউনিয়নের ক্লাইমেট এজেন্সি কোপারনিকাস চেঞ্জ সার্ভিসেসেক ডিরেক্টর কার্লো বুয়োনটেম্পো বলেন, 'এ বছরের শুরুতে এল নিনো দাপট দেখাতে শুরু করেছিল। পূর্ব ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের উপরিভাগের তাপমাত্রা মারাত্মক হারে বাড়তে শুরু করে। তবে এখন এই পরিস্থিত কিছুটা আরামদায়ক হতে শুরু করেছে। পাশাপাশি গ্রিন হাউস গ্যাস এবং বিশ্বব্যাপী উষ্ণায়নের জেরে হাওয়া বদল আরও অনিবার্য হয়ে পড়েছে বিশ্বের সর্বত্রই।'
গত ১২ মাসে অর্থাৎ ২০২৩ সালের মে থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত বিশ্বব্যাপী তাপমাত্রা অস্বাভাবিক হারে বেড়েছে। ০.৭৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ১৯৯১ থেকে ২০২০ সালের তুলনায়। ১৮৫০ থেকে ১৯০০ সালের তুলনায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ১.৬১ ডিগ্রি।
এ বছর এপ্রিল মাসে এশিয়া জুড়ে মারাত্মক তাপপ্রবাহ চলেছে। ফিলিপিন্সে বন্ধ করে দেওয়া হয় স্কুল। ভারতে সর্বকালের সমস্ত রেকর্ড ব্রেক করেছে এপ্রিলের তাপমাত্রা। ইন্দোনেশিয়া, মালয়শিয়া এবং মায়ানমারেও মারাত্মক তাপপ্রবাহ দেখা গিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহীতে গত ৭৫ বছরের ইতিহাসে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে।