সন্দেশখালিতে মহিলাদের অর্থের বিনিময়ে মিথ্যা মামলা করানোর জন্য বলা হয়েছিল। একটি স্টিং অপারেশনের ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিয়াল) বলেছিলেন বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল। সেই ভিডিয়ো নিয়ে ইতিমধ্যেই সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস। এর মাঝেই আরও এক মহিলার বিস্ফোরক দাবি প্রকাশ্যে এল। তাকে দিয়ে ‘মিথ্যা মামলা’ করানো হয়েছিল বলে দাবি করলেন তিনি। এমনকি, তিনি মামলা তুলে নিতে চান বলেও জানানো হয়েছে।ওই মহিলা দাবি করেছেন, তাঁকেও ধর্ষণ করা হয়েছে বলে মালদা দায়ের করতে মিথ্যা অভিযোগ দায়ের করতে বলা হয়েছিল। এক সপ্তাহ পর তিনি সেটা জানতে পারেন। এই সব কাণ্ডের পেছনে দুইজন স্থানীয় মহিলা রয়েছে বলে তিনি দাবি করেন। মহিলা দাবি করেছেন, তার শাশুড়িকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল থানায়। সেখানে ‘সাদা কাগজ’-এ স্বাক্ষর করানো হয়েছিল।
মহিলা আরও দাবি করেছেন, স্থানীয় ওই দুজন মহিলা তাঁর শাশুড়িকে থানায় নিয়ে যায়। থানায় মহিলা কমিশনের লোক এসেছে বলে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর সেখানে তাঁকে জিজ্ঞাসা করা হয়, কী অভিযোগ রয়েছে? শাশুড়ি জানান, তাদের ডেকে রান্না করানো হলেও সেই টাকা পাননি। এরপর একটি সাদা কাগজে তাঁকে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। ওই মহিলা বাড়ি ফিরে স্থানীয় অভিযুক্ত দুই মহিলাকে ফোনে করে বিষয়টি জানতে চাইলেও গুরুত্ব দেওয়া হয়নি।
Abhishek Banerjee on Rekha Patra : 'রেখা পাত্রকেও ২০০০ টাকা দিয়ে মিথ্যে অভিযোগ করিয়েছে' বিস্ফোরক আভিষেক
এক সপ্তাহ পর তিনি জানতে পারেন, তিন-চার জনকে দিয়ে ধর্ষণের অভিযোগ করানো হয়েছে। অভিযোগ ছিল, রাতে আমাদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে, যেখানে আদৌ এরকম কিছু করা হয়নি। পরে মামলা তুলে নেওয়ার কথা বলতে গেলে স্থানীয় দুই অভিযুক্ত মহিলা তাঁকে হুমকি দে বলেও অভিযোগ। মহিলা পরে জানান, যা ঘটেনি সেটা নিয়ে আমরা মামলা লড়তে চাই না, আমাদের এতো ক্ষমতা নেই। আমরা এই মামলা থেকে সরে আসতে চাই।
বিষয়টি নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে তৃণমূল কংগ্রেসও। বিষয়টি নিয়ে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘সন্দেশখালীর নারীদের ধর্ষণের অভিযোগ করতে একসময় বাধ্য করেছে বিজেপি! এখন, এই সাহসী মহিলারা যখন বাংলা-বিরোধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন, তখন তারা প্রাণনাশের হুমকি পাচ্ছেন। তাঁদের অর্থহানির হুমকি দেওয়া হচ্ছে। যদিও, নতুন করে এই মহিলার দাবি নিয়ে বিজেপির তরফে এখনও কিছু জানানো হয়নি।