• অভিনব পদক্ষেপ ফেডারেশনের, মহিলা কর্মীদের সুরক্ষার জন্য আসছে নতুন আইন...
    আজকাল | ০৯ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অভিনব পদক্ষেপ নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। মহিলা কর্মীদের সুরক্ষার জন্য অনুমোদিত হয়ে গেল শারীরিক নিগ্রহ বিরোধী আইন। বুধবার থেকেই সেই আইন চালু হয়ে যাচ্ছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এআইএফএফের পক্ষ থেকে জানানো হয়, ২৯১৩ "পশ অ্যাক্ট" মেনে এই আইন তৈরি করা হয়েছে। যাতে মহিলা কর্মীরা নিরাপদ পরিবেশে কাজ করতে পারে। কোনও কর্মী কর্মস্থানে নির্যাতিত হলে অভিযুক্তের বিরুদ্ধে এই আইনে ব্যবস্থা নেওয়া হবে। ফেডারেশনের আইনি দলের পরামর্শ এবং তত্ত্বাবধানে এই নতুন আইন তৈরি হয়েছে। এই প্রসঙ্গে ফেডারেশনের অস্থায়ী সচিব সত্যনারায়ণ বলেন, "পরিস্থিতির বিচারে এই আইনের খুব প্রয়োজন ছিল। আমরা ২৯১৩ "পশ অ্যাক্ট" মেনে এই আইন তৈরি করেছি। আরও কয়েকটা সংগঠনের আইনি ব্যবস্থা খতিয়ে দেখে এটা তৈরি করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজন মতো আইন বদল করাও হতে পারে। বছরে তিনবার একজন বিশেষজ্ঞ এনে এই আইন আমাদের স্টাফদের বোঝানো হবে। যাতে প্রয়োজনে নির্দ্বিধায় তাঁরা এই আইনের সাহায্য নিতে পারে। জুনিয়র এবং মেয়েদের দলগুলোর জন্য এটার খুব প্রয়োজন ছিল।" গত কয়েক বছরে বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকবার শারীরিক নির্যাতনের অভিযোগে উঠেছে। কিন্তু নিজস্ব আইন না থাকায় কোনও জোরালো পদক্ষেপ নেওয়া হয়নি। 
  • Link to this news (আজকাল)