• বিশ্বকাপে পছন্দের দু'জনকে বেছে নিলেন শাস্ত্রী, তালিকায় নেই বিরাট-রোহিত...
    আজকাল | ০৯ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণার এক সপ্তাহ কেটে গিয়েছে। কিন্তু এখনও দল নিয়ে কাটাছেঁড়া চলছে। ১৫ জনের দল থেকে দু"জন ক্রিকেটার বেছে নিলেন রবি শাস্ত্রী, যারা বিশ্বকাপে পার্থক্য গড়ে দিতে পারে। সেই তালিকায় নেই বিরাট কোহলি এবং রোহিত শর্মার নাম। বরং দু"জন তরুণ প্লেয়ারকে বেছে নিলেন, যারা পার্থক্য গড়ে দিতে পারে। এই দু"জন হলেন যশস্বী জয়েসওয়াল এবং শিবম দুবে। জুনে টি-২০ বিশ্বকাপে দু"জনেরই হাতেখড়ি হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে দারুণ ছন্দে ছিলেন যশস্বী। আইপিএলে ভাল ফর্মে রয়েছেন দুবে। ১১ ম্যাচে ২৬টি ছক্কা হাঁকান। তাই ভারতের প্রাক্তন কোচের বাজি এই দুই তরুণ ক্রিকেটার। রবি শাস্ত্রী বলেন, "বিশ্বকাপে দু"জনের দিকে বিশেষ নজর থাকবে। দু"জনেই বাঁ হাতি। দু"জনেরই প্রথম বিশ্বকাপ। প্রথমজন যশস্বী জয়েসওয়াল। ও ইংল্যান্ডের বিরুদ্ধে দারুণ খেলেছিল। টপ অর্ডারে বিধ্বংসী। বাঁ হাতি তরুণ ভয়ডরহীন ক্রিকেট খেলে। শট খেলতে ভয় পায় না। মিডল অর্ডারেও আরেকজন আছে। ওর দিকেও নজর থাকবে। ও মারকুটে, এবং ম্যাচ উইনার। মজার ছলে ছক্কা মারতে পারে। স্পিনারদের বিরুদ্ধে অসাধারণ। একার হাতেই ম্যাচ শেষ করে দিতে পারে। বড় বড় ছয় মারার ক্ষমতা আছে। স্পিনের বিরুদ্ধে দারুণ দক্ষ। পেসারদের বিরুদ্ধেও নিজের খেলার ধরন বদলেছে। কীভাবে খেলতে হবে বুঝে গিয়েছে। পাঁচ এবং ছয় নম্বরে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এই জায়গায় এমন একজনকে প্রয়োজন যে ২০-২৫ বলে ম্যাচের রং বদলে দিতে পারে। ওর স্ট্রাইক রেট সবসময় দুশোর আশেপাশে থাকে। যা টি-২০ বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ভারতকে ১৯০, ২০০ করতে সাহায্য করবে। তাই ওর দিকে বিশেষ নজর রাখতেই হবে।" চলতি আইপিএলে শিবম দুবের স্ট্রাইক রেট ১৭০.৭৩। গড় ৪০ এর ওপর। শতরান রয়েছে যশস্বীরও। এই দুই তরুণ প্রতিভা বিশ্বকাপে ভারতকে কতটা সাহায্য করতে পারে, সেটাই দেখার। 
  • Link to this news (আজকাল)