• দুর্যোগের জন্য কলকাতায় নামতে পারল না নাইটদের বিমান
    আজকাল | ০৯ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য কলকাতায় নামতে পারল না কেকেআরের বিমান। গুয়াহাটিতে পাঠিয়ে দেওয়া হয় নাইটদের চার্টার্ড বিমানকে। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। তারপর ক্লিয়ারেন্স মেলায় রাত দশটা নাগাদ গুয়াহাটি থেকে কলকাতার উদ্দেশে রওনা হয় বিশেষ বিমানটি। রাত ১১টা নাগাদ কলকাতায় পৌঁছনোর কথা শ্রেয়স আইয়ারদের। লখনউ থেকে বিকেল ৫.৪৫ মিনিটে চার্টার্ড বিমানে রওনা দেয় নাইটরা। সন্ধে ৭.২৫ নাগাদ কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু তার আগে থেকেই ঝড়বৃষ্টি শুরু হয়ে যায়। তাই কলকাতায় বিমান অবতরণ করতে পারেনি। কিছুক্ষণ অপেক্ষা করার পর কেকেআরের বিমানকে গুয়াহাটিতে পাঠিয়ে দেওয়া হয়। সোমবার সন্ধে থেকেই কলকাতা সহ বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়। সঙ্গে বজ্রবিদ্যুৎ। ক্রমশ বৃষ্টির তেজ আরও বাড়ে। যার ফলে সঠিক সময় কলকাতায় পৌঁছতে পারল না নাইটরা। কেকেআরের তরফেই এই খবর জানানো হয়। মঙ্গলবার বিশ্রাম দেওয়া হয়েছে নারিন, রাসেলদের। বুধবার থেকে আবার শুরু হয়ে যাবে প্রস্তুতি। শনিবার ইডেনে মুম্বইয়ের বিরুদ্ধে নামবে নাইটরা। সেটাই এবার ক্রিকেটের নন্দনকাননে কেকেআরের শেষ ম্যাচ। 
  • Link to this news (আজকাল)