• উচ্চমাধ্যমিক পাস ১২ দৃষ্টিহীন পড়ুয়ার
    আজকাল | ০৯ মে ২০২৪
  • তীর্থঙ্কর দাস: ফল প্রকাশ হয়েছে উচ্চমাধ্যমিকের। উচ্চ মাধ্যমিকে এ বছরের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭,৯০,০০০। শহর কলকাতার লাইট হাউস ফর দ্য ব্লাইন্ড শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১২ জন দৃষ্টিহীন পড়ুয়া উত্তীর্ণ হয়েছেন উচ্চ মাধ্যমিকে। রাশেদা খাতুন, শরিফুনেশা খাতুন, শেখ রফিকুল, আকাশ কপুত্র, রাহুল বাউরী, সম্পা দাস, আলেয়া খাতুন, মন্টু দাস, অপর্ণা মাহাতো, জয়কৃষ্ণ সরকার, সীমান্ত হাঁসদা, সুরজ মন্ডল। ৫০০ তে ৪১৬ পেয়ে দৃষ্টিহীনদের মধ্যে এই স্কুল থেকে প্রথম রাশেদা খাতুন। ১২জন দৃষ্টিহীন পড়ুয়াদের মধ্যে ৭ জন ছেলে এবং ৫ জন মেয়ে। প্রধান শিক্ষক অমিয় কুমার সৎপতি জানিয়েছেন, এই ফল প্রকাশের পর শিক্ষকেরা ও অন্য কর্মীরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। তিনি আরও জানান, সাধারণ পড়ুয়াদের সঙ্গে পরীক্ষায় বসে পাস করার ক্ষমতা এরা প্রত্যেকেই রাখে এবং তারই উদাহরণ এই ফল। উচ্চশিক্ষায় সবসময় তাদের পাশে থাকার আশ্বাস লাইট হাউস ফর দ্য ব্লাইন্ডের।
  • Link to this news (আজকাল)