• উচ্চমাধ্যমিকে পাসের হার ৯০ শতাংশ, মেধাতালিকায় কলকাতাকে টেক্কা দিল জেলা...
    আজকাল | ০৯ মে ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল। পাসের হারে এগিয়ে মেয়েরা। এদিন দুপুরে সাংবাদিক সম্মেলন করে ১০ জনের মেধাতালিকা ঘোষণা করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। প্রথম হয়েছে আলিপুরদুয়ারের অভীক দাস। প্রাপ্ত নম্বর ৪৯৬। দ্বিতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ সাহা (৪৯৫)। তৃতীয় মালদার অভিষেক গুপ্ত (৪৯৪)। মেয়েদের মধ্যে প্রথম চন্দননগরের স্নেহা ঘোষ ও প্রতীচী তালুকদার। চতুর্থ স্থানে তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৩। প্রতীচী কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির এবং স্নেহা চন্দননগরের কৃষ্ণভাবিনী নারীশিক্ষা মন্দিরের পড়ুয়া। প্রথম দশে কলকাতা থেকে রয়েছে পাঁচ জন। মেধাতালিকায় প্রথম দশে ১৫ জেলা থেকে রয়েছেন ৫৮ জন। তার মধ্যে ছাত্র ৩৫ এবং ছাত্রী ২৩ জন। এর মধ্যে ১৩ জনই হুগলির। প্রথম দশে বাঁকুড়ার ৯ জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬,৭৯,৭৮৪ জন পরীক্ষার্থী। পাসের হার ৯০ শতাংশ। কলা বিভাগে পাসের হার ৮৮.‌২ শতাংশ। পাশের হারে ‌প্রথম পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় দক্ষিণ ২৪ পরগনা, তৃতীয় পশ্চিম মেদিনীপুর, চতুর্থ কালিম্পং এবং পঞ্চম স্থানে কলকাতা। এবছর ১৬ ফেব্রুয়ারি শুরু হয় পরীক্ষা। শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। মোট পরীক্ষার্থী ছিল ৭,৯০,০০০। পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় ফল প্রকাশ করল সংসদ। সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ১০ মে মার্কশিট ও শংসাপত্র হাতে পাবে পড়ুয়ারা। বুধবার দুপুর তিনটে থেকে অনলাইনে জানা যাবে ফলাফল। 
  • Link to this news (আজকাল)