• পিসি-ভাইপো কে? মমতার চ্যালেঞ্জ গ্রহণ করে নাম বললেন শুভেন্দু
    আজ তক | ০৯ মে ২০২৪
  • বিষ্ণুপুর লোকসভার প্রার্থী সৌমিত্র খাঁয়ের সমর্থনে পাত্রসায়রে জনসভা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, পুরুলিয়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, পিসি ভাইপো-র বিরুদ্ধে নানা কথা বললেও, কে সেই পিসি-ভাইপো তা বলে না বিজেপি নেতারা। কারণ তারা ভয় পায়। তবে এদিন পাত্রসায়রের সভা থেকে শুভেন্দু বলেন, 'আমার নাম তো করতে পারে না। ভয়ে। তবে সেদিন পুরুলিয়াতে মমতা বলেছেন, বিরোধীরা নাকি পিসি-ভাইপো বলে। নাম করতে পারে না। আমি তো বলছি, পিসি মানে মমতা আর ভাইপো মানে অভিষেক। করুন যা করার। আমি প্রস্তুত।' 

    প্রসঙ্গত, কয়েকদিন আগে বীরভূমের লাভপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় 'পিসি-ভাইপো' এই শব্দদুটো উচ্চারণ করে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি বলেন, 'নরেন্দ্র মোদীর দলের ক্ষমতা, হিম্মত থাকলে পিসি-ভাইপো বলবে না, আমার নাম দিয়ে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম দিয়ে বিজ্ঞাপন করো, আমি দেখতে চাই কত বড় বুকের পাটা। কোন পিসি, কোন ভাইপো, খাই না মাথায় দেয়। লজ্জা করে না বিজেপি, এই বিজ্ঞাপনে চলে গিয়েছে।' 

    এদিকে পাত্রসায়রের সভা থেকে শুভেন্দু অধিকারীর দাবি, 'তৃণমূল দলটা আমি একসময় করতাম। এমনকী দলটাকে বাঁচিয়েওছিলাম। ২০০৯ সালে কিছু ছিল না। এখানেই আমাকে দা-বন্দুক আমাকে সব দেখিয়েছিল। বলেছিলাম, মার না। কত মারবি। মরতে তো একদিন হবেই। আমি লক্ষ্মণ শেঠকে সিধে করা লোক। এই তৃণমূল আমার কী করবে।' 

    সুপ্রিম কোর্ট শিক্ষকদের চাকরি নিয়ে যে রায় দিয়েছে তা নিয়ে মঙ্গলবারই উচ্ছ্বাস প্রকাশ করেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, 'কাল এসএসসির আইনজীবী বলেছেন, ৮ হাজার অবৈধ নিয়োগ হয়েছে। লজ্জা লাগে না। অতিরিক্ত চাকরি বিক্রি হয়েছে। আরামবাগের সভা থেকে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, তিনি রেশন দেন। সেটাও মিথ্যে কথা। ওটা প্রধানমন্ত্রী দেন। এরকম অনেক প্রকল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন।'  

    শুভেন্দু অধিকারী আরও দাবি করেন, ২০২৬ সালের জন্য অপেক্ষা করতে হবে না। ২০২৪ সালেই বিধানসভা ভোটটা হয়ে যাবে। তাঁর কথায়, 'এবার বিজেপিকে জেতান। নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করুন। ২০২৪ সালেই বিধানসভা ভোট হবে। ওই পিসি আর ভাইপোকে কী করি দেখবেন তখন। আমি আফনাকে হারিয়েছি নন্দীগ্রামে। আপনাকে গাঁয়ের ছেলে হারিয়েছে।' 

     
  • Link to this news (আজ তক)