• তলিয়ে গিয়েছে গোটা দেশটাই! ভয়াবহ বন্যায় গৃহহীন লাখ-লাখ মানুষ! নিখোঁজ প্রায় দেড়শো, কত মৃত্যু'
    ২৪ ঘন্টা | ০৯ মে ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাম্বার দেশে এখন কান্নার রোল! কখনও সৌদি আরবে, কখনও কেনিয়ায়, কখনও ব্রাজিলে। বৃষ্টি-বন্যা-প্লাবনে বিপর্যস্ত বিস্তীর্ণ জনপদ। এবার কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের জেরে ভয়াবহ বন্য়া হল ফুটবলের দেশ ব্রাজিলে। এই বন্যায় ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ রিও গ্র্যান্ডে ডো সুল প্রায় তলিয়েই গিয়েছে! প্রবল বর্ষণে এখন পর্যন্ত সেখানে ৯০ জনের মৃত্যু হয়েছে। ১৩০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এবং গৃহহীন হয়েছেন প্রায় দেড় লাখ মানুষ।

    জানা গিয়েছে, ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ রিও গ্র্যান্ডে ডো সুলে ব্যাপক বন্যার কারণে কয়েকশো শহর জলের নীচে চলে গিয়েছে। বন্যায় এখনও পর্যন্ত কমপক্ষে ৯০ জন মারা গিয়েছেন। প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষ গৃহহীন-- তাঁদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছেন তাঁরা। এদিকে ব্রাজিলের রাজধানী পোর্টো আলেগ্রে বন্যায় কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে গোটা দেশ থেকে! সেখানকার বিমানবন্দর ও বাস স্টেশন বন্ধ হয়ে গিয়েছে। প্রধান সড়কগুলিও অবরুদ্ধ। ব্রাজিল সিভিল ডিফেন্স এজেন্সি বলছে, বন্যায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যোগাযোগব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে।এদিকে কয়েকদিন আগের খবর-- ভয়াবহ বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত হয়েছে কেনিয়ার মাসাই মারা রিজার্ভ ফরেস্ট। সেখানে আটকে পড়েছিলেন ১০০ জন ট্যুরিস্ট। কেনিয়া রেড ক্রস জানিয়েছিল, তারা ৬১ জনকে বিভিন্ন ক্যাম্প ও লজ থেকে উদ্ধার করে ফেলেছে। পুরো উদ্ধারকার্য কখনও হয়েছে আকাশপথে, কখনও সড়কপথে। কেনিয়ায় সাম্প্রতিক কালে এত বড় বিপর্যয় ঘটেনি। বাঁধা-ভাঙা জলে প্লাবিত কেনিয়ায় এখনও পর্যন্ত মারা গিয়েছেন অন্ততপক্ষে ১৭০ জন। বাস্তুচ্যুত হতে হয়েছে অন্তত ২ লক্ষ মানুষকে! কয়েকদিন ধরেই কেনিয়ায় প্রবল বৃষ্টি হয়েছে। এর জেরে ফুলে-ফেঁপে উঠেছিল সেদেশের অধিকাংশ নদী ও জলাশয়। ঘরছাড়া হয়েছেন ১ লক্ষ ৯৫ হাজার মানুষ। এল নিনোর জেরেই এই বৃষ্টি বলে জানা গিয়েছে। 
  • Link to this news (২৪ ঘন্টা)