বাংলায় প্রথম তিন দফার ভোট উধাও হিংসার চেনা ছবি! উচ্ছ্বসিত কমিশন....
২৪ ঘন্টা | ০৯ মে ২০২৪
সুতপা সেন: হিংসা চেনা ছবি উধাও! বাংলায় প্রথম তিন দফার ভোট শান্তিপূর্ণ। রাজ্য়ের মুখ্য় নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের উচ্ছ্বসিত প্রশংসা করলেন স্বয়ং নির্বাচন কমিশনার রাজীব কুমার। সূত্রের খবর তেমনই।
বাংলায় এবার লোকসভা ভোট হচ্ছে সাত দফায়। ১৯ এপ্রিল প্রথম দফায় ভোট হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। এরপর ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিংয়ে। গতকাল, মঙ্গলবার ছিল তৃতীয় দফায়। ভোট হয়ে গেল মালদহ উত্তর, মালদহ দক্ষিণ ও জঙ্গিপুরে। নির্বাচন এখনও পর্যন্ত রক্তপাতহীন।এদিকে ১৩ মে চতুর্থ দফায় ভোট কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বহরমপুর। আজ, বুধবার রাজ্য নির্বাচন দফতরের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চে। ২০ মে পঞ্চম দফায় ভোট হবে শ্রীরামপুর, ব্য়ারাকপুর, বনগাঁ, হাওড়া, হুগলি, উলুবেড়িয়ায়। ২৫ মে ষষ্ঠ দফায় পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, মেদিনীপুর, তমলুক, ঘাটাল, বিষ্ণুপুরে। আর ১ জুন সপ্তম দফায় ভোট কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদম, বারাসত, বসিরহাট, যাদবপুর, জয়নগরে।