• বিজেপির মিছিলে অশান্তি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি দিলীপের! উত্তেজনা বর্ধমানে
    এই সময় | ০৯ মে ২০২৪
  • দিলীপ ঘোষের পদযাত্রাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা বর্ধমানে। পদযাত্রা আটকে দেওয়া হয় বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। পালটা, পুলিশের তরফে জানানো হয়েছে, পদযাত্রার জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। পদযাত্রা আটকাতেই পুলিশের সঙ্গে রাস্তায় ধস্তাধস্তি দিলীপ ঘোষের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।বর্ধমানের পারবিহাটা এলাকায় বুধবার রাতে দিলীপ ঘোষের সমর্থনে বিজেপির একটি পদযাত্রা আটকে দিল পুলিশ। মিছিল আটকাতেই দিলীপ ঘোষের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায়। পদযাত্রা না করেই ফিরে যেতে হল দিলীপ ঘোষকে। পুলিশের দিকেই অভিযোগের আঙুল তোলা হয়েছে বিজেপির তরফে।

    দিলীপ ঘোষ জানান, আমরা রোড শো করার জন্য অনুমতি চেয়েছিলাম। নিয়ম মত দু-তিন দিন আগে আবেদন করি। কিন্তু অজ্ঞাত কারণে সেটা বাতিল হয়ে যায়। এখান থেকে তৃণমূলের মিটিং-মিছিল হচ্ছে। তাই রোড শো করতে আমরা অনুমতি পাইনি। শক্তিগড়ে কাল রাতে বাতিল করা হয়েছে আজকের কর্মসূচি। তার প্রতিবাদে আজকে খানিকটা আমরা পদযাত্রা করলাম।

    'ঠান্ডা ঠান্ডা কুল কুল, চারিদিকে পদ্মফুল' মন্তব্য দিলীপ ঘোষের

    দিলীপ বলেন, 'আমরা যে মিছিল করছি, তাতে কোনও প্রতীক নেই মাইক নেই। এর কোন অনুমতি লাগে না। আমি বাজারে ঘুরে লোকের সঙ্গে জন সম্পর্ক করতেই পারি। সব জায়গাতে করছি। তাতেও পুলিশের আপত্তি।’ তিনি জানান, আমি প্রতিবাদ করেছি, তাতেও যদি আটকানো হয় আমরা বিনা অনুমতিতেই সব জায়গায় অনুষ্ঠান করব। দিলীপের কথায়, ‘পুলিশ বাধা দিয়ে যেতে দিল না। রোড শো বাতিল করেছে। আমরা করছিলাম না, কিন্তু তার প্রতিবাদ করলাম।’

    অন্যদিকে, পুলিশের তরফে জানায় হয়, প্রচারের অনুমতি না থাকাতেই আটকানো হয়। অন্য একটি দলের অনুষ্ঠান থাকায় ওই রুটে প্রাথমিকভাবে পদযাত্রা না করারও অনুরোধ করা হয়। কিন্তু তাতেও বিজেপি কর্মীরা পুলিশের বাঁধা টপকে তেলিপুকুরের দিকে যেতে গেলে তাদের বাঁধা দেওয়া হয়েছে। বিজেপি কর্মীরা জোর করেই এই মিছিল করতে চেয়েছে বলে দাবি করা হয়।
  • Link to this news (এই সময়)