• তিন বছর পর ভারতের মাটিতে নামছেন নীরজ
    আজকাল | ০৯ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ঘরে ফেরা! ইংরেজিতে যাকে বলে হোমকামিং। ৩ বছরে প্রথমবার ভারতের মাটিতে প্রতিযোগিতায় অংশ নেবেন নীরজ চোপড়া। ১২ থেকে ১৫ মে ভুবনেশ্বরে অনুষ্ঠিত ন্যাশনাল ফেডারেশন কাপে অংশ নেবেন অলিম্পিকের সোনাজয়ী। ১০ মে ঐতিহ্যশালী ডায়মন্ড লিগের প্রথম লেগে অংশ নেওয়ার পর দোহা থেকে ভুবনেশ্বরের উদ্দেশে রওনা হবেন ২৬ বছরের সুপারস্টার। ভারতের অ্যাথলেটিক ফেডারেশন টুইট করে জানায়, "এন্ট্রি অনুযায়ী নীরজ চোপড়া এবং কিশোর কুমার জেনা ১২ মে থেকে ভুবনেশ্বরে অনুষ্ঠিত ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নেবে।" এতে সিলমোহর দেন নীরজের কোচ ক্লস বার্তোনিয়েৎজ। জানান, নীরজ ভুবনেশ্বরের প্রতিযোগিতায় অংশ নেবেন। ১০ মে থেকে দোহায় ডায়মন্ড লিগ শুরু হবে। সেখানে অংশ নেবে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয়ী আরেক ভারতীয় কিশোর কুমার জেনা। শেষবার ২০২১ সালের ১৭ মার্চ নীরজ এই প্রতিযোগিতায় অংশ নেন। সেখানে ৮৭.৮০ মিটার বর্ষা ছুড়ে সোনা জেতেন। তারপর টোকিও অলিম্পিকে সোনা জেতেন নীরজ। ২০২২ ডায়মন্ড লিগ চ্যাম্পিয়ন হন। ২০২৩ সালে বিশ্বচ্যাম্পিয়ন হন। চীনে এশিয়ান গেমসে সোনা ধরে রাখেন। তবে এখনও ৯০ মিটারের স্বপ্ন অধরা থেকে গিয়েছে। তাঁর ব্যক্তিগত সেরা এবং রেকর্ড থ্রো ৮৯.৯৪ মিটার। এবার সেটা ছাপিয়ে যাওয়ার লক্ষ্যে নামবেন নীরজ। 
  • Link to this news (আজকাল)