• Visa Free Countries For Indians: ভিসা ছাড়াই এই ৫ দেশে ভ্রমণের সুযোগ ভারতীয়দের, থাকা যাবে কতদিন?
    এই সময় | ০৯ মে ২০২৪
  • শখ আর স্বপ্ন যখন মিশে যায় তখন কেমন অনুভূতি হয়? ঠিক সেরকমই অনুভূতি হবে যখন শুনবেন পাসপোর্ট এবং ভিসা ছাড়া বিদেশে ঘুরতে যাওয়াটা এখন সত্যিই বাস্তব। অর্থাৎ বিনা ভিসা, পাসপোর্টেই ঘুরে আসতে পারেন বিদেশে।বিনা পাসপোর্ট, ভিসায় ঘুরতে যাওয়া দেশগুলির মধ্যে রয়েছে কম্বোডিয়া, মলদ্বীপ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল ও ভূটান, ম্যাকও, মালয়েশিয়া, কুক দ্বীপপুঞ্জ। এই সব দেশে ভিসা ছাড়াই প্রায় তিনমাস পর্যন্ত থাকতে পারবেন ভারতীয় পর্যটকরা।

    কম্বোডিয়া-ভিসা ছাড়া পর্যটকরা বিদেশে ঘুরতে যেতে পারবেন বিষয়টা ঠিক তেমন নয়। এই দেশগুলিতে ঘুরতে যেতে আপনাকে দেশ থেকে ভিসাকরতে হবে না। এগুলি পর্যটকদের অন অ্যারাইভাল ভিসার সুবিধা দিচ্ছে। অর্থাৎ সংশ্লিষ্ট দেশের বিমানবন্দরেই আপনাকে নির্দিষ্ট মেয়াদের ভিসা দিয়ে দেওয়া হবে। কম্বোডিয়ার অন অ্যারাইভাল ভিসার জন্য পর্যটকদের খরচ হয় মাত্র ২,৩১৬ টাকার কাছাকাছি। এখানকার ভিসা পেতে নিজস্ব পাসপোর্ট, ফোটো, ফিরে যাওয়ার প্লেনের টিকিট ও কম্বোডিয়ার কোথায় থাকবেন সেই হোটেলের বুকিংয়ের যাবতীয় তথ্য দেখাতে হবে। এদেশে ভারতীয় পর্যটকদের ৩০ দিনের জন্য অন অ্যারাইভাল ভিসা দেওয়া হয়।

    ইন্দোনেশিয়া-এখানেও মাত্র ২,৩১৬ টাকা খরচ করে অন অ্যারাইভাল ভিসা পান ভারতীয় পর্যটকরা। এদেশেও ৩০ দিনের জন্য ভারতীয় পর্যটকদের ভিসা দেওয়া হয়। তার জন্য বিমানবন্দরে উপযুক্ত প্রমানপত্র দেখাতে হবে।

    মলদ্বীপ-এই দেশে ভিসা ছাড়া গিয়ে পৌঁছনো ভারতীয় পর্যটকদের অন অ্যারাইভাল ভিসার জন্য ৩,৭৪৪ টকা খরচ করতে হয়। মলদ্বীপ ভারতীয় পর্যটকদের ১৪ দিনের ভিসা দেয়।

    থাইল্যান্ড-এই দেশে পৌঁছে অন অ্যারাইভাল ভিসা পাওয়ার জন্য ১৮৩৪ টকা খরচ করতে হবে। থাইল্যান্ড ভারতীয় পর্যটকদের ৩০ দিনের জন্য ভিসা দেয়।

    শ্রীলঙ্কা-এদেশে অন অ্যারাইভাল বিসার খরচ সবচেয়ে কম। এখানে ১৬৫৫ টাকা দিয়ে ৩০ দিনের ভিসা পান ভারতীয় পর্যটকরা। পাশাপাশি প্রমানপত্রহিসেবে ভআরতীয় পাসপোর্ট, নিজের ফোটো এবং ফিরে যাওয়ার প্লেনের টিকিট দেখাতে হয়।

    নেপাল ও ভুটান-ভারতের এই দুই প্রতিবেশী দেশে যাওয়ার জন্য ভারতীয় পর্যটকদের কোনও ভিসা লাগে না। এছাড়াও একটি দীর্ঘ তালিকা রয়েছে যেখানে ভারতীয় পর্যটকরা ভিসা ছাড়াই কয়েক মাস থাকতে পারেন। নতুন বছর থেকে দক্ষিণ আফ্রিকাও সেই সব দেশের মধ্যে অন্তর্ভুক্ত হবে যেখানে ভারতীয় পর্যটকরা ভিসা ছাড়াই যেতে পারবেন।
  • Link to this news (এই সময়)