• ‌ বিতর্কিত মন্তব্য করে কংগ্রেসের ওভারসিজ প্রধান পদ থেকে ইস্তফা পিত্রোদার...
    আজকাল | ০৯ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কংগ্রেসের ওভারসিজ প্রধান পদ থেকে ইস্তফা দিলেন স্যাম পিত্রোদা। প্রসঙ্গত, ভোট আবহে একের পর এক বিতর্কিত মন্তব্য করে কংগ্রেসের অস্বস্তি বাড়িয়েছিলেন তিনি। প্রথমে আমেরিকার মতো ভারতেও সম্পত্তির উত্তরাধিকারের আইন চালুর পক্ষে সওয়াল করেছিলেন। তারপর থেকেই কংগ্রেসকে লাগাতার বিজেপির আক্রমণের মুখে পড়তে হচ্ছে। এরপরই একটি সংবাদমাধ্যমে ভারতের বৈচিত্র বোঝাতে গিয়ে পিত্রোদা বলেন, ‘‌পূর্ব ভারতের বাসিন্দাদের চীনাদের মতো দেখতে। পশ্চিম ভারতীয়রা আরবের বাসিন্দাদের মতো দেখতে। উত্তর ভারতের বাসিন্দারা শ্বেতাঙ্গদের মতো এবং দক্ষিণ ভারতীয়রা আফ্রিকানদের মতো দেখতে।’‌ এই মন্তব্যের পর যেমন বিতর্ক শুরু হয়, তেমনি কংগ্রেসও পিত্রোদার এই মন্তব্য থেকে দূরত্ব তৈরি করে নিয়েছিল। কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানান, স্যাম পিত্রোদার মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ও অগ্রহণযোগ্য। কংগ্রেসের এর সঙ্গে কোনও যোগ নেই। এরপরই বুধবার সন্ধেয় কংগ্রেসের বৈদেশিক ইউনিটের প্রধানের পদ থেকে ইস্তফা দেন স্যাম পিত্রোদা। জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‌স্যাম পিত্রোদা স্বেচ্ছায় অনাবাসী ভারতীয় কংগ্রেসের প্রধান পদ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। কংগ্রেস সভাপতি তাঁর সিদ্ধান্ত গ্রহণ করেছেন।’‌ 
  • Link to this news (আজকাল)