• ‌ ৩০ কেবিন ক্রু মেম্বারকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, আজ জরুরি বৈঠক...
    আজকাল | ০৯ মে ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ ৩০ জন কেবিন ক্রু মেম্বারকে চাকরি থেকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কর্তৃপক্ষ। প্রসঙ্গত, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ৮৬টিরও বেশি আন্তর্জাতিক এবং অন্তর্দেশীয় উড়ান বাতিল হয়। তার কারণ একসঙ্গে অসুস্থতার কারণে আচমকাই ছুটি নিয়েছিলেন সংস্থার অন্তত ৩০০ জন কর্মী। জানা যায় ৩০০ জন সিনিয়র কেবিন ক্রু একেবারে শেষ মুহূর্তে জানান, তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। সেই সঙ্গে বন্ধ হয়ে যায় তাঁদের মোবাইল ফোনও। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ম্যানেজমেন্ট সেই কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা শুরু করেন। এরপরই এই পদক্ষেপ। এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। নীতি বিরুদ্ধ আচরণের জন্য আরও কর্মীকে ছাঁটাই করা হতে পারে বলেই খবর। যদিও তার আগে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনে দিল্লির শ্রমিক কমিশন। তাদের দাবি, বারবার অভিযোগ পেয়েও শ্রমিকদের সমস্যা সমাধানের কোনও চেষ্টাই করেনি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। বরং শ্রমিক কমিশনের আধিকারিকদের বিভ্রান্ত করা হয়েছে। শ্রমিকদের অধিকার আইন ব্যাপকভাবে লঙ্ঘিত হচ্ছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।এদিকে, কেবিন ক্রু সদস্যদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসতে চলেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ম্যানেজমেন্ট। অন্যদিকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে যাত্রীদের টিকিটের দাম রিফান্ড করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
  • Link to this news (আজকাল)