• প্রধানমন্ত্রীর 'আম্বানি-আদানির সঙ্গে চুক্তি' নিয়ে পাল্টা জবাব রাহুলের, 'আপনি ভয় পাচ্ছেন?'
    আজ তক | ০৯ মে ২০২৪
  • Rahul Answers Narendra Modi: আম্বানি-আদানি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে(PM Modi) পাল্টা জবাব দিলেন রাহুল গান্ধী(Rahul Gandhi)। ভোটের আগে আদানি-আম্বানি নিয়ে হঠাত রাহুল নীরব কেন? প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। কটাক্ষ করে বলেন, 'আদানি-আম্বানিদের থেকে কি কংগ্রেসের কাছে টাকা এসেছে?' এবার ভিডিও বার্তায় তারই উত্তর দিলেন রাহুল। বললেন, 'নমস্কার মোদীজি, আপনি ভয় পাচ্ছেন?'

    রাহুল বলেন, 'সাধারণত আপনি বন্ধ দরজার পিছনে আম্বানি, আদানি সম্পর্কে কথা বলেন। এই প্রথমবার আপনি জনসমক্ষে 'আম্বানি', 'আদানি' বলেছেন।'
    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার এক নির্বাচনী জনসভায় কংগ্রেসের বিরুদ্ধে এই প্রশ্ন তোলেন। তিনি বলেন, 'কংগ্রেস 'আম্বানি-আদানির সঙ্গে কি চুক্তি করেছে?' 
    'আমি তেলেঙ্গানার মাটি থেকে প্রশ্ন করতে চাই, শেহজাদা (রাহুল গান্ধীকে উল্লেখ করে) ঘোষণা করুন, আম্বানি-আদানি থেকে কত তোলা হয়েছে। কংগ্রেসের কাছে কি টেম্পো লোড করে নোট পৌঁছেছে? কী চুক্তি হয়েছে? আম্বানি-আদানিকে গালি দেওয়া রাতারাতি বন্ধ হয়ে গেল?' তেলেঙ্গানায় এক জনসভায় ভাষণ দিতে গিয়ে বলেন প্রধানমন্ত্রী।

    প্রধানমন্ত্রীর কটূক্তির জবাবে রাহুল গান্ধী বলেন, 'আপনি এটাও জানেন যে তারা টেম্পোতে করে টাকা পাঠায়। এটা কি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা?'

    এরপর তিনি প্রধানমন্ত্রী মোদীকে শিল্পপতিদের কাছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই পাঠাতে বলেন।

    রাহুল গান্ধী বলেন, 'যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত করুন।'

    রাহুল গান্ধী বলেন, 'আমি আবারও বলতে চাই, নরেন্দ্র মোদী যে পরিমাণ টাকা এই শিল্পপতিদের দিয়েছিলেন, কংগ্রেস সেই পরিমাণই দেশের গরিবদের দেবে। বিজেপি ২২ জনকে কোটিপতি করেছে, আমরা কোটি জনকে কোটিপতি করব'।
  • Link to this news (আজ তক)