• রাজভবনে শ্লীলতাহানি? আজ CCTV ফুটেজ দেখাবেন রাজ্যপাল, 'বাদ' মমতা ও পুলিশ
    আজ তক | ০৯ মে ২০২৪
  • রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী। সেই অভিযোগের পাল্টা বৃহস্পতিবার সকালে সিসিটিভি ফুটেজ প্রকাশ করবে রাজভবন। সকাল সাড়ে ১১টা নাগাদ দেখানো হবে ওই সিসি ক্যামেরার ফুটেজ। এই অনুষ্ঠানের নাম রাখা হয়েছে 'সচ কা সামনে'। সেদিন রাজভবনে ঠিক কী ঘটেছিল, তা তুলে ধরা হবে ওই ফুটেজে। বাংলার প্রত্যেক বাসিন্দা এই ফুটেজ দেখতে পাবেন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশকে এই ফুটেজ দেখানো হবে না বলে জানিয়েছে রাজভবন। 

    সিসিটিভি ফুটেজ দেখতে আবেদন করা যাবে। এই নিয়ে এক্স হ্যান্ডলে রাজভবনের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে,  পুলিশের তরফ থেকে যে সাজানো এবং আপত্তিকর অভিযোগ তোলা হয়েছে, তার প্রেক্ষিতে একটি অনুষ্ঠান করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিবৃতিতে জানানো হয়েছে যে, রাজ্যের যে কেউ এই সিসিটিভি ফুটেজ দেখতে পারবেন। শধুমাত্র রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পুলিশ বাদে।

     

    ফুটেজ দেখতে হবে রাজভবনে ইমেল পাঠাতে পারেন। পাঠাতে হবে adcrajbhavankolkata@gmail.com , governor-wb@nic.in  এই ঠিকানায়। তাছাড়া, ০৩৩-২২০০১৬৪১ নম্বরে ফোন করে নাম নথিভুক্ত করাতে পারেন। প্রথম ১০০ জন রাজভবনের ভিতরে ওই ফুটেজ দেখার সুযোগ পাবেন। 

    সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন রাজভবনের এক অস্থায়ী কর্মী। এই ঘটনায় কলকাতার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন ওই কর্মী। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্যপালকে আক্রমণ করতে আসরে নেমেছে বাংলার শাসকদল। প্রকাশ্য জনসভায় এই নিয়ে রাজ্যপালকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তারই পাল্টা এবার মমতাকে নিশানা করলেন রাজ্যপাল বোস। 

    সোমবার রাতে কলকাতা ফেরার পর রাজ্যপাল বোস বলেছেন, 'রাজনীতি থেকে দূরে থাকার কথা রাজ্যপালের। কিন্তু আমি দু:খিত যে, মুখ্যমন্ত্রী আমায় রাজনীতিতে টেনে এনেছেন। বিশেষ করে এমন একটা সময়ে, যখন নির্বাচন চলছে...আমার সম্পর্কে যে বিরূপ মন্তব্য করেছেন, তা সত্যের বিরুদ্ধে। আমি বলতে বাধ্য হচ্ছি যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি নোংরা। তবুও ভগবানের কাছে প্রার্থনা করব যে, ওঁকে যেন বাঁচান। কিন্তু এটা ভগবানের পক্ষেও কঠিন দায়িত্ব। আমি কখনওই এই দিদিগিরি মেনে নেব না...।'
     
  • Link to this news (আজ তক)