ডোমজুড়ে 'তোলাবাজ'-দের হামলা! জখম অভিনেত্রী এবং তাঁর মা। মারধরে জখম হয়ে থানায় অভিযোগ জানাতে যান তিনি। কিন্তু, অভিযোগ, পুলিশ অভিযোগ নিয়ে অস্বীকার করে। এরপর হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসার পর ফের থানায় গেলে তাদের মৌখিক ভাবে জানানো হয়, FIR দায়ের করা হয়েছে। কিন্তু, FIR কপি দেওয়া হয়নি। এবার এই ঘটনায় কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নেড়েছেন অভিনেত্রী। মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হতে চলেছে।পঞ্চ পাণ্ডব, সাথী সহ বেশ কিছু সিরিয়ালের চেনা মুখ অনুমিতা দত্ত। দু'দিন আগে মাকে নিয়ে গাড়ি করে হাওড়ার ডোমজুড়ে দিদির বাড়ি যাচ্ছিলেন। ডোমজুড়ে একটি দোকানের সামনে গাড়ি রাখা নিয়ে বিতর্কের সূত্রপাত। এরপর শুরু হয় গোলমাল। দোকানদার গাড়ি সামনে রাখতে বাধা দিলে তাতে পালটা আপত্তি জানান আনুমিতা। তাঁর দাবি ছিল, এই এলাকাটি নো পার্কিং জোন নয়। দোকানেও ভিড় নেই। অভিনেত্রী গাড়ি সরাতে আপত্তি তোলেন।
অভিযোগ, এই আপত্তি করার মধ্যেই কয়েকজন লোক এসে হামলা চালায়। শুধু তাই নয়, ওই অভিনেত্রীর আরও অভিযোগ, মাকে মাকে চুলের মুঠি ধরে টানতে টানতে রাস্তায় নিয়ে গিয়ে ফেলা হয়। শুধু তাই নয়, অনুমিতাকেও মারধর করার অভিযোগ ওঠে।
অভিনেত্রীর কথায়, 'মা বাবা মোগলাই কিনছিলেন। দোকানদার তাঁদের বললেন একটু দূরে গিয়ে পার্ক করতে। এরপর একজন দোকানদার অত্যন্ত খারাপভাবে জানান গাড়ি পার্ক করা যাবে না। আমি বলেছিলাম যে পাঁচ মিনিয়ে চলে যাব। কিন্তু, ওরা কোনও কথাই শোনেনি। আমার ড্রাইভার যে কোনও ঝামেলা এড়াতে গাড়ি সরিয়ে দেন। কিন্তু, এক ব্যক্তি দাবি করেন সেখানেও গাড়ি রাখা যাবে না। আমার মা এই সমস্ত কিছু জানতেনও না। তিনি ড্রাইভারের সঙ্গে কথা বলছিলেন।' এরপর তাঁর মাকে কুকথা বলা হয় বলে অভিযোগ তোলেন অভিনেত্রী।
শুধু তাই নয়, অনুমিতার অভিযোগ, হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁরা হাসপাতালে যান। সেখানে FIR দায়ের করা হয়েছে বলে তাঁদের মৌখিকভাবে জানানো হয়। কিন্তু, FIR-এক কোনও কপি তাঁদের দেওয়া হয়নি।
অভিনেত্রী জানান, এরপরেই গোটা বিষয়টি নিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ইতিমধ্যেই মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে।