Hindu Population In Pakistan : ভারতের উলটো অবস্থা! পাকিস্তানে রাতারাতি বেড়েছে হিন্দু জনসংখ্যা
এই সময় | ০৯ মে ২০২৪
প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা মণ্ডলীর প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, ভারতে মুসলিম এবং অন্য সংখ্যালঘুদের জনসংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনসংখ্যার হার অনেকটাই কমেছে এ দেশে। এর ঠিক উলটো পরিস্থিতি তৈরি হয়েছে পাকিস্তানে।পড়শি এই মুসলিম দেশে সংখ্যালঘু অর্থাৎ হিন্দু জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস পাকিস্তানের সংখ্যালঘু জনসংখ্যা নিয়ে একটি রিপোর্ট পেশ করেছে। যেখানেদেখা গিয়েছে, সে দেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মোট ২২ লাখ ১০ হাজার ৫৬৬ জন বসবাস করেন। যা পাকিস্তানের মোট জনসংখ্যার ১.১৮ শতাংশ। পাকিস্তানের মোট জনসংখ্যা ১৮ কোটি ৬৮ লাখ ৯০ হাজার ৬০১। যার মধ্যে ১৮ কোটি ২৫ লাখ ৯২ হাজার মুসলিম। রাষ্ট্রীয় ডেটাবেস এবং রেজিস্ট্রেশন অথরিটির তথ্য অনুযায়ী, পাকিস্তানে মোট জনসংখ্যার মধ্যে ধর্মীয় সংখ্যালঘুদের সংখ্যা কমেছে মোট পাঁচ শতাংশ। যার মধ্যে সবচেয়ে সংখ্যালঘু হিন্দুরাই।
রাষ্ট্রীয় নাগরিকত্ব পাওয়া সংখ্যালঘুদের মধ্যে তথ্য মোতাবেক ১৭ রকম আলাদা আলাদা ধর্মের মানুষের বাস রয়েছে পাকিস্তানে। এ ছাড়াও পাকিস্তানে নাস্তিকের সংখ্যা ১৪০০। রেজিস্টার্ড হিন্দুর সংখ্যা ২২ লাখ ১০ হাজার ৫৬৬। এ ছাড়া পাকিস্কানে খ্রিস্টানের সংখ্যা ১৮ লাখ ৭৩ হাজার ৩৪৮। আহমদীর সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ৩৪০, শিখের সংখ্যা ৭৪ হাজার ১৩০, পাকিস্তানে ছদ্মবেশে থাকেন ১৪ হাজার ৫৩৭ জন এবং পারসির সংখ্যা ৩ হাজার ৯১৭ জন। এ ছাড়াও ১১টি এমন সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে যাদের জনসংখ্যা দু'হাজার।
রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানে দু'হাজারের কম সংখ্যক ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে রয়েছে ১ হাজার ৭৮৭ জন বৌদ্ধ, ১ হাজার ১৫১ জন চিনা, ৬২৮ জন করে শিন্টো এবং ইহুদি ধর্মের, আফ্রিকান ১ হাজার ৪১৮, কৈলাশা ধর্মের ১ হাজার ৫২২ এবং জৈন ধর্মের মাত্র ছয় জন বসবাস করেন। পাকিস্তানে হিন্দু সংখ্যালঘুদের বসবাস সবচেয়ে বেশি সিন্ধু প্রদেশে। দেশের মোট হিন্দু জনসংখ্যার মধ্যে ৯৫ শতাংশ সিন্ধু প্রদেশেই থাকেন। পাকিস্তানে হিন্দু জনসংখ্যার বেশিরভাগ গরিব এবং দেশের প্রতিষ্ঠানগুলিতে তাদের প্রতিনিধিত্ব প্রায় নেই বললেই চলে।
প্রধানমন্ত্রীর ইকনমিক অ্যাডভাইজরি কাউন্সিল (EAC-PM) তথ্য প্রকাশ করে জানিয়েছে, ১৯৫০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ভারতে কমেছে হিন্দু নাগরিকের সংখ্যা। ১৯৫০ থেকে ২০১৫ সালের মধ্যে ভারতে মুসলিমদের জনসংখ্যা বেড়েছে ৪৩.১৫ শতাংশ। ১৯৫০ সালে হিন্দু জনসংখ্যা ছিল ৮৪ শতাংশ। যা পরবর্তীতে ২০১৫ সালে এসে কমে দাঁড়িয়েছে ৭৮ শতাংশে। সেখানে এই ৬৫ বছরের মধ্যে মুসলিম জনসংখ্যা ৯.৮৪ শতাংশ থেকে বেড়ি দাঁড়িয়েছে ১৪.০৯ শতাংশে। এমনই তথ্য উঠে এসেছে EAC-PM স্টাডিতে।