Hajj Yatra 2024: হজযাত্রীদের নিয়ে দিল্লি থেকে মদিনা রওনা প্রথম বিমানের, কবে শুরু হজ?
এই সময় | ০৯ মে ২০২৪
শুরু হয়ে গেল ২০২৪ সালের হজযাত্রা। ৯ মে সকাল ২ টো ২০ মিনিটে হজযাত্রীদের নিয়ে দিল্লির আইজিআই বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশে রওনা দেয় প্রথম ফ্লাইট। দিল্লির হজ কমিটির চেয়ারম্যান কাউসার জাহান বলেছেন, হজ ২০২৪ সালের প্রথম ফ্লাইটটি ২৮৫ জনকে নিয়ে সকাল ২ টো কুড়ি মিনিটে মদিনার উদ্দেশে রওনা দেয়। সকল হজযাত্রীকে আমি অভিনন্দন জানাই।কাউসার জাহান জানিয়েছেন, চলতি বছর দিল্লি এমবর্কেশন পয়েন্ট থেকে মোট ১৬,৫০০ তীর্থযাত্রী হজ যাত্রার জন্য রওনা হবেন। মঙ্গলবার কনস্যুলার, পসপোর্ট, ভিসা এবং ওভারসিজ ইন্ডিয়ান অ্যাফেয়ার্স সচিব মুক্তেশ কে পরদেশী জেদ্দা এবং মদিনায় হজ ২০২৪ এর সমস্ত প্রস্তুতির দায়িত্বে রয়েছেন। তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখছেন।
তীর্থযাত্রীদের আরামের ব্যবস্থা-সৌদি আরবে ভারতীয় দূতবাস পরদেশি সৌদি আরবের ডেপুটি হজ মন্ত্রী আব্দুল ফাত্তাহ মাশাতের সাথে একটি বৈঠক করেছে এবং তীর্থযাত্রীদের আরামের জন্য লজিস্টিকের ব্যবস্থা এবং অন্যান্য পরিকাঠামোগত ব্যবস্থা আলোচনা করছেন।
সৌদি আরবে ভারতীয় দূতাবাস জানিয়েছে, মুক্তেশ পারদেশী সেক্রেটারি ৯ মে জেদ্দায় ডক্টর আব্দুল ফাত্তাহ বিন সুলাইমান মাশাতের সাথে একটি ফলপ্রসূ বৈঠক করেছেন। তিনি পরবর্তী প্রস্তুতি পর্যলোচনা করেছেন। তিনি জানিয়েছেন, আমাদের ফোকাস হলো ভারীয় তীর্থযাত্রীদের সর্বোত্তম পরিষেবা প্রদান করা।
১ লাখ ৭৫ হাজার ২৫ ভারতীয় সৌদি আরব সফর করবেন একটি প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য প্রদান করে, বিদেশ মন্ত্রক বলেছে যে ভারত ও সৌদি আরবের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে মুক্তেশ পরদেশী ৪-৭ মে পর্যন্ত সৌদি আরবের একটি সরকারী সফরে ছিলেন। ২০২৪ সালে ১ লাখ ৭৫ হাজার ২৫ ভারতীয় তীর্থযাত্রী ২০২৪ সলের হজ কোটার অধীনে সৌদি আরব যাবেন।
কোন তারিখে হজ অনুষ্ঠিত হবে-এই বছর ১৪ থেকে ১৯ জুন ২০২৪ পর্যন্ত হজ অনুষ্ঠিত হবে। মুসলমানরা ৫ দিনে হজ করে। এই ৫ দিন ইসলামি ক্যালেন্ডারের দ্বাদশ মাস জুল হজ্জার।
চলতি বছরের হজযাত্রার আগে বেশ কিছু নিয়মের কড়াকড়ি করেছে সৌদি সরকার। হজযাত্রার আগে তীর্থযাত্রীদের কয়েকটি ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। হজযাত্রার দিন দশেক আগে প্য়োজনীয় ভ্যাকসিন নেওয়ার কথা বলা হয়েছে এবং ভ্যাকসিনের শংসাপত্র সঙ্গে করে বহন করার কথাও সাফ জানিয়ে দেওয়া হয়েছে নির্দেশিকার মাধ্যমে।