• ‌যুদ্ধবিরতি নিয়ে ইজরায়েলকে আর কোনও ছাড় নয়, ঘোষণা হামাসের
    আজকাল | ০৯ মে ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ ইজরায়েলকে গাজায় যুদ্ধবিরতি বিষয়ে সমঝোতায় আর কোনও ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা করেছে প্যালেস্তাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সম্প্রতি মিশরের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি দেওয়ার পর ইজরায়েল তা না মানায় এই ঘোষণা করল হামাস। মিশরের কায়রোয় যুদ্ধবিরতি আলোচনা এখনও অব্যাহত রয়েছে। এদিকে, দক্ষিণ গাজার শহর রাফায় বুধবারও ট্যাঙ্ক থেকে গোলা নিক্ষেপ ও বিমান হামলা করেছে ইজরায়েলি বাহিনী। সেই সঙ্গে হুমকি দিয়েছে বড় রকমের হামলার। প্রসঙ্গত, মঙ্গলবার মিশরের সঙ্গে রাফার সীমান্ত ক্রসিং থেকে শহরটিতে প্রবেশ করে ইজরায়েলি বাহিনী। ইজরায়েল আবার জানিয়েছে, হামাসের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাব মানা সম্ভব নয়। কারণ শর্তগুলো খুব দুর্বল। 
  • Link to this news (আজকাল)