• কানাডার অপরাধীদের নিয়ে চিন্তিত ভারত
    আজকাল | ০৯ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কানাডা যাতে অপরাধী এবং বিচ্ছিন্নতাবাদীদের জন্য মুক্তাঞ্চল হয়ে না ওঠে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে আহ্বান জানাল ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন কানাডার মন্ট্রিয়লে চরমপন্থীদের নগর কীর্তনে ভারত বিরোধী কার্যকলাপে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। গতবছর এরকম একটি নগর কীর্তনে প্রাক্তন প্রধানমন্ত্রীকে হত্যার প্রসঙ্গটিকে স্থান দেওয়া হয়েছিল। মুখপাত্র আরও বলেন কোনও সভ্য সমাজেরই হিংসাকে গৌরবান্বিত করা বাঞ্ছনীয় নয়। গণতান্ত্রিক প্রতিটি রাষ্ট্রেরই মত প্রকাশের স্বাধীনতার নামে মৌলবাদী কার্যকলাপকে প্রশ্রয় দেওয়া উচিৎ নয়।
  • Link to this news (আজকাল)