• মুম্বইয়ের ব্যর্থতার জন্য হার্দিককেই দায়ী করছেন দলের সিনিয়ররা...
    আজকাল | ০৯ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় পা রেখেই খারাপ খবর পান রোহিত, হার্দিকরা‌। বুধবার সানরাইজার্স হায়দরাবাদ জেতায় প্রথম দল হিসেবে প্লে অফ থেকে ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। শনিবার ইডেনে শুধুই নিয়মরক্ষার ম্যাচ। মর্যাদার লড়াই হার্দিকদের। তবে আইপিএল শেষ হওয়ার আগেই মুম্বইয়ের ব্যর্থতা নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, এর জন্য দলের সিনিয়ররা দায়ী করছেন হার্দিক পাণ্ডিয়ার অধিনায়কত্বকে। এই বিষয়ে ইতিমধ্যেই কোচিং স্টাফের সঙ্গে আলোচনা করেন দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটার। জানিয়ে দেয়, হার্দিকের নেতৃত্ব দেওয়ার স্টাইল ড্রেসিংরুমে বিরূপ প্রভাব ফেলেছে। মুম্বইয়ের এক কর্তা অবশ্য এটা মানতে নারাজ। বরং দাবি করেন, দশ বছর ধরে রোহিতের নেতৃত্বে খেলা একটা দল হঠাৎ করে অধিনায়ক পরিবর্তন মেনে নিতে পারেনি। মুম্বই দলের এক সূত্র জানান, একটি ম্যাচের পর মধ্যাহ্নভোজে কোচিং স্টাফের সঙ্গে দেখা করেন কয়েকজন সিনিয়র প্লেয়ার। কেন দল সাফল্য পাচ্ছে না সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদব এবং যশপ্রীত বুমরা। জানা যায়, দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে একান্তে কথা বলে টিম ম্যানেজমেন্টের প্রতিনিধিরা। দিল্লি ম্যাচের পর দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী তিলক বর্মার দিকে আঙুল তোলেন হার্দিক। দাবি করেন, বাঁ হাতির ম্যাচ সতর্কতার অভাব ছিল। হার্দিক বলেন, "অক্ষর প্যাটেল বাঁ হাতি ব্যাটারকে বল করার সময় উচিত ছিল হাত খুলে খেলা। ম্যাচ সতর্কতার অভাব ছিল। দিনের শেষে এটাই পার্থক্য হয়ে দাঁড়ায়।" হারের জন্য নির্দিষ্ট একজন প্লেয়ারকে দোষারোপ করা ড্রেসিংরুম ভালভাবে নেয়নি। এইসব ছোট ছোট ঘটনা দলকে বিভক্ত করে দেয়। যা ধারাভাষ্যকারদেরও চোখে পড়ে। মাইকেল ক্লার্ক সরাসরি বলেন, "আমার মনে হয় ড্রেসিংরুমে বিভিন্ন গ্রুপ আছে। একতার অভাব আছে। মুম্বই দল হিসেবে খেলছে না।" মুম্বই ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়, আইপিলের শেষে দলের ব্যর্থতা নিয়ে কাটাছেঁড়া করা হবে। প্রয়োজনে ভবিষ্যতের কথা ভেবে কিছু সিদ্ধান্ত বদলানোও হতে পারে। 
  • Link to this news (আজকাল)