• ‌ লজ্জার হারে মেজাজ হারালেন লখনউ মালিক, বিরক্তি প্রকাশ অধিনায়ক রাহুলের সামনে ...
    আজকাল | ০৯ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ হায়দরাবাদের কাছে একেবারে পর্যুদস্ত হতে হয়েছে লখনউ সুপার জায়ান্টসকে। আইপিএলের ইতিহাসে দ্রুততম রান তাড়া করে জয়ে এটা সেরা রেকর্ড। ১৬৬ রান মাত্র ৫৮ বলেই তুলে নেয় হায়দরাবাদ। তাও দশ উইকেট হাতে রেখে। ট্রাভিস হেড ও অভিষেক শর্মা ছিলেন মারমুখী। ম্যাচ শেষে লোকেশ রাহুলও স্বীকার করে নেন, হায়দরাবাদের শ্রেষ্ঠতা। আইপিএলের ইতিহাসে প্রথম দশ ওভারে এত রান আগে কখনও হয়নি। এটা গেল ম্যাচের কথা। এদিকে, ম্যাচ শেষে লখনউ মালিক সঞ্জীব গোয়েঙ্কা যা করেছেন, তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। দেখা যায় খেলা শেষে মাঠের সামনে চলে আসেন লখনউ মালিক। রীতিমতো বিরক্তি নিয়ে অধিনায়ক রাহুলের সঙ্গে কথা বলছিলেন তিনি। হাত নেড়ে অনেক কিছু বোঝাচ্ছিলেন। কোচ জাস্টিন ল্যাঙ্গারকেও কিছু কথা বলেন গোয়েঙ্কা। তাঁর আচরণ দেখে বোঝা যাচ্ছিল দলের এই হারে তিনি খুশি নন। একাধিক ক্রিকেটারের দিকে হাত দেখিয়ে ইঙ্গিত করতে থাকেন সঞ্জীব। ভিডিওতে স্পষ্ট, তাঁর গলার স্বরও বেশ উঁচু ছিল। রাহুল অবশ্য আগাগোড়া চুপচাপ ছিলেন। মাথা নীচু করে দাঁড়িয়েছিলেন। এদিকে, সঞ্জীবের এই আচরণ অনেকেই মেনে নিতে পারেননি। দর্শক থেকে ধারাভাষ্যকাররা সমালোচনায় মুখর হয়েছেন। তাঁদের বক্তব্য, সাজঘরেই যা বলার বলতে পারতেন সঞ্জীব। 
  • Link to this news (আজকাল)