• বন্দে ভারতের ৫০ শতাংশ আসনই ফাঁকা: কেরল কংগ্রেস
    আজকাল | ০৯ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাধের বন্দে ভারত ট্রেন নিয়ে কটাক্ষ কেরল কংগ্রেসের। দলের পক্ষ থেকে বলা হয়েছে বন্দে ভারতের ভাড়া অত্যন্ত বেশি। ফলে বেশিরভাগ আসন ফাঁকা রেখেই ছুটতে হচ্ছে বন্দে ভারতকে। কংগ্রেসের দাবি বন্দে ভারতের ৫০ শতাংশ আসনই ফাঁকা থাকছে। বন্দে ভারত যে একমাত্র সমাজের বড়লোকদের জন্য করা হয়েছে, গরিবদের এখানে কোনও জায়গা নেই, কটাক্ষ কংগ্রেসের। যেখানে অন্য ট্রেনের ওয়েটিং লিস্টে যাত্রীদের লম্বা তালিকা রয়েছে সেখানে প্রায় একই রুটে বন্দে ভারত খালি আসন নিয়েই ছুটছে। গরিব রথের ভাড়ার সঙ্গে তুলনা করে কংগ্রেসের কটাক্ষ যেখানে গরিব রথের ভাড়া ৭৭০ টাকা। সেখানে বন্দে ভারতের ভাড়া ১৭২০ টাকা। বন্দে ভারত থেকে ভারতীয় রেলের যে আর্থিক ক্ষতি হচ্ছে তাও এদিন জানাতে ভোলেনি কংগ্রেস শিবির। বন্দে ভারতের মত ট্রেন শুরু করার আগে দেশবাসীর আর্থিক পরিস্থিতির কথা ভাবা উচিত ছিল বলেও কটাক্ষ করেছে হাত শিবির। প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রী ১০ টি বন্দে ভারত চালু করেছিলেন যেগুলি দেশের বিভিন্ন প্রান্তে ছুটছে। ৫ মে উত্তর প্রদেশের সীতাপুরে প্রধানমন্ত্রী জনসভা বলেন, বিরোধী শিবির ফ্রি রেশনের যেমন সমালোচনা করেছিলেন ঠিক তেমনি বন্দে ভারত নিয়েও সমালোচনা করছেন।    
  • Link to this news (আজকাল)