• ‌দেড় বছর পর ভারতে রাষ্ট্রদূত পাঠাচ্ছে চীন
    আজকাল | ০৯ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ দীর্ঘ দেড় বছর পর ভারতে রাষ্ট্রদূত পাঠাচ্ছে চীন। গত ১৮ মাস ধরে দিল্লিতে কোনও রাষ্ট্রদূত ছিল না চীনের। অবশেষে ভারতের লোকসভা নির্বাচনের মধ্যেই চীনা রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছে বেজিং। শি ফেইহং নামে একজন কূটনীতিককে দিল্লিতে রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে চীন। খুব শীঘ্রই তিনি দিল্লিতে এসে নিজের দায়িত্ব বুঝে নেবেন বলে জানা গেছে। জানা গেছে, এর আগে তিনি আফগানিস্তানে চীনা রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব সামলেছেন। এছাড়াও রোমানিয়াতেও চীনা রাষ্ট্রদূত ছিলেন তিনি। বর্তমানে তিনি চীনের বিদেশ মন্ত্রকের উপমন্ত্রী। এর আগে ভারতে চীনা রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন সান ওয়েইডং। তিনি ২০২২ সালের অক্টোবরে ভারত ছেড়েছিলেন। এরপর নতুন করে আর কোনও রাষ্ট্রদূত নিয়োগ করেনি বেজিং।‌
  • Link to this news (আজকাল)