• ‌লস্করের শীর্ষ কমান্ডার সহ তিন জঙ্গি খতম, বড় সাফল্য সেনার ...
    আজকাল | ০৯ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ জম্মু–কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার ও তার দুই সহযোগী। সেনা সূত্রে জানা গেছে, গত সোমবার কুলগামের রেডওয়ানি পায়েন এলাকায় বেশ কয়েকজন জঙ্গির লুকিয়ে থাকার খবর পায় গোয়েন্দা সংস্থাগুলো। সেই তথ্য পেয়েই তল্লাশি অভিযানে নামে সেনা ও পুলিশের যৌথবাহিনী। গোটা এলাকা ঘিরে শুরু হয় চিরুনি তল্লাশি। গুলির লড়াইয়ে খতম হয় লস্কর–ই–তৈবার অন্যতম শীর্ষ কমান্ডার বাসিত আহমেদ দার। তার বাড়ি রেডওয়ানি পায়েন এলাকায়। সঙ্গে খতম করা হয় বাসিতের আরেক সহযোগী মোমিন গুলজার ও ফাহিম আহমেদ বাবাকে। কাশ্মীর পুলিশের আইজি ভিকে বিরডি বলেছেন, ‘‌এটা আমাদের বড় সাফল্য। এই জঙ্গিরা ১৮ জনকে মেরেছিল।’‌ প্রসঙ্গত, গত ৪ মে পুঞ্চের সুরানকোট এলাকায় বায়ুসেনার কনভয়ে হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেই ঘটনায় শহিদ হন ১ বায়ুসেনা জওয়ান। আহত হন আরও ৪ জন। সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে সেনা কনভয়ে হামলা চালিয়েছিল জেহাদিরা। তারপর থেকেই জঙ্গিদের খোঁজে চলছিল অভিযান। অবশেষে এল সাফল্য। 
  • Link to this news (আজকাল)